X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ফেনীতে চালের বাজার অস্থির

ফেনী প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৩৯আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৪৪

ফেনীতে চালের বাজার অস্থির

ফেনীতে পাইকারি ও খুচরা বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে। এ কারণে সাধারণ ক্রেতাদের নাভিশ্বাস উঠছে। তবে বিক্রতাদের অভিযোগ বন্যা ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন জেলায় আমন ও আউশ ধান নষ্ট হওয়ার অজুহাতে চালের বাজারে অস্থিরতা সৃষ্টি করা হয়েছে।

বুধবার সরেজমিন শহরের ইসলামপুর রোড ও তাকিয়া রোডসহ খুচরা চালের বাজারে ঘুরে ক্রেতা ও বিক্রতাদের সঙ্গে কথা হয়। ফেনীর পাইকারি চাল বিক্রতা সমিতির সভাপতি মহি উদ্দিন খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বর্তমানে নাজিরশাইল বস্তা প্রতি বিক্রি হচ্ছে ৩ হাজার ২শ’ টাকা। অথচ এক সপ্তাহ আগে বিক্রি হয়েছে ২ হাজার ৯শ’ টাকায়। সোনার মকুট বিক্রি হচ্ছে ২ হাজার ৯শ’ টাকা। এর আগে বিক্রি হয়েছে ২ হাজার ৭শ’ ২০ টাকায়। রজনিগন্ধা মিনিকেট বিক্রি হচ্ছে ৩ হাজার টাকা। এর আগে বিক্রি হয়েছে ২ হাজার ৭১০ টাকা। এগ্রেফুড ঘড়ি মার্কা মোটা চাল বিক্রি হয়েছে ২ হাজার ৩২০ টাকায়। বর্তমানে বিক্রি হচ্ছে ২ হাজার ৫৩০ টাকায়।  এর আগে নুরজাহান বিক্রি হয়েছে ২ হাজার ২২০ টাকায়। বর্তমানে বিক্রি হচ্ছে ২ হাজার ৪২৫ টাকায়। নবাব পায়জাম বিক্রি হয়েছে ২ হাজার ১৫০টাকায়। বর্তমানে তা বেড়ে বিক্রি হচ্ছে ২ হাজার ৫৫০ টাকায় ও বসাক গুটি বিক্রি হয়েছে ২ হাজার ২শ’ টাকায়, বর্তমানে বিক্রি হচ্ছে ২ হাজার ৩শ’ টাকায়। এছাড়াও আতপসহ সব ধরনের চালের দাম ২শ’ থেকে ৪শ’ টাকা পর্যন্ত বেশি গুনতে হচ্ছে।’


তিনি আরও বলেন, ‘আমদানি না থাকায় ও হাওরাঞ্চলে ফসলহানির কারণে চালের সঙ্কট সৃষ্টি হয়েছে। তাই দাম বাড়ছে। এছাড়া পরিবহন ব্যয়ও বেড়েছে।’


তাকিয়া রোডের চালের আড়ৎদার ওবায়দুল হক জানান, পাইকারি বাজারে চালের দাম বাড়ায় জেলা শহরে এর প্রভাব পড়েছে। এছাড়া আড়ৎদাররা চাহিদা মত চাল দিতে পারছে না। 

ফেনী বড় বাজারের একাধিক  খুচরা বিক্রেতা জানান, আমরা যখন যে  দামে চাল ক্রয় করি, সেই দামের সঙ্গে বিক্রি দাম ঠিক করে বিক্রি করছি।

কয়েকজন সাধারণ ক্রেতা জানান, আয় না বাড়লেও চালের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ায় হিমশিম খেতে হচ্ছে। এই অবস্থা চলতে থাকলে সাধারণ মানুষ অসহায় হয়ে পড়বে। চালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যেভাবে বাড়ছে তাতে সাধারণ মানুষের জন্য বেঁচে থাকা কষ্ট্ উল্লেখ করে চালের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য সারকারের কাছে দাবি জানান। 

 আরও পড়তে পারেন: বগুড়ায় স্ত্রীর হাতে স্বামী, স্বামীর হাতে স্ত্রী খুন

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা