X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

এবার রাজশাহীতে ৪২০টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গা পূজা

রাজশাহী প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৭:২০আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৭:২০

এবার রাজশাহীতে ৪২০টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গা পূজা এবার রাজশাহীতে ৪২০টি মণ্ডপে দুর্গা পূজার আয়োজন করা হবে। এর মধ্যে রাজশাহী মহানগরীতেই ৬৭ থেকে ৭০টি পূজা মণ্ডপ হবে। এদিকে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই শারদীয় দুর্গোৎসবকে ঘিরে এখন ব্যস্ততা বেড়েছে প্রতিমা শিল্পীদের।

রাজশাহী নগরীর আলুপট্টি এলাকায় কার্তিক চন্দ্র পাল ও গণেশ কুমার পালের কারখানার শিল্পীরা প্রতিমা তৈরির কাজ করছেন। সবাই ব্যস্ত প্রতিমার গায়ে কাঁদামাটির প্রলেপ লাগাতে। আর ক’দিন পর এসব প্রতিমার গায়ে রঙ-তুলির আঁচড় পড়বে বলে জানান শিল্পীরা।

ঋষি কান্ত পালের ছেলে প্রতিমা শিল্পী কার্তিক চন্দ্র পাল। ২৫ বছর বয়সের কার্তিক ১৪ বছর বয়স থেকেই এ পেশায় জড়িত। তিনি জানালেন, পঞ্চমির রাতের আগেই তাদের প্রতিমার সব কাজ শেষ করতে হবে। তাই বাংলা আষাঢ় মাসের ১৫ তারিখ থেকেই তারা প্রতিমা তৈরির কাজ শুরু করেছেন। সময় মতো প্রতিমা সরবরাহ করতে দিনরাত এক করে তারা কাজ করছেন। একটি প্রতিমা তৈরিতে শিল্পীদের ১০ থেকে ১৫ হাজার টাকা খরচ হয়। প্রতিমা তৈরির জন্য লাগে ৩ থেকে ৪ ভ্যান মাটি। খড় লাগে ৫ থেকে ৬ পৌন। এছাড়া কাঠ, বাঁশ, দড়ি, পেরেক, সুতা, ধানের তুষ ও কয়েক ধরনের রঙ কিনতে তাদের এই টাকা খরচ হয়। রাজশাহীতে একেকটি প্রতিমা ৩০ থেকে ৫০ হাজার টাকায় বিক্রি হয়। এবার রাজশাহীতে ৪২০টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গা পূজা

নগরীর আলুপট্টি এলাকায় কার্তিক চন্দ্র পাল জানান, একটি প্রতিমা তৈরি করতে সময় লাগে ১০ থেকে ১২ দিন। প্রতিমা তৈরিতে কয়েকজন শিল্পী একসঙ্গে কাজ করেন। একেকজন শিল্পী প্রতিমার এক এক কাজে হাত দেন। সবার সম্মিলিত কাজে পূর্ণতা পায় একেকটি প্রতিমা। প্রতিমা বিক্রির পর যে টাকা লাভ হয়, তা তারা সবাই মিলেই ভাগ করে নেন। এভাবে সারাবছরই টুকটাক তারা কাজ করতে থাকেন।

জানা গেছে, রাজশাহীতে প্রায় ৯৫ জন কারিগর এবার মণ্ডপে প্রতিমা সরবরাহ করবেন। তাই একেকজন কারিগরকে তিন থেকে পাঁচটি প্রতিমা তৈরির কাজ করতে হচ্ছে।

রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার সামনে গিয়ে দেখা যায়, ৬০ বছরের বয়বৃদ্ধ নিশিকান্ত পাল তার দলবল নিয়ে প্রতিমা তৈরিতে ব্যস্ত হয়ে আছেন। তার সঙ্গে রয়েছে রাজকুমার পাল, গৌরপাল, উজ্জল পাল, ময়না পাল ও শিল্পি পাল। নিশিকান্ত জানান, তারা বংশ পরমপরায় এই কাজের সঙ্গে যুক্ত। এবার রাজশাহীতে ৪২০টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গা পূজা

তিনি আরও জানান, আগে জমিদারদের দৌরাত্মে সবাই প্রতিমা তৈরি করে পূজা করতে পারতো না। তাদের তৈরি পূজা মণ্ডপে যেয়ে পূজা অর্চনা করতে হয়েছে। এতে তাদের প্রতিমা তৈরি কম হয়েছে। কিন্তু এখন এই প্রথা না থাকায় সবার জন্য সমান হওয়ায় মণ্ডপের সংখ্যা বাড়ায় তাদের কাজও বেড়েছে অনেক বেশি হচ্ছে।

নিশিকান্ত পাল জানান, একটি প্রতিমা তৈরি করতে সর্বনিম্ন ১৫ হাজার টাকা সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়। সমস্ত খরচ বাদ দিয়ে তাদের সারা বছর চলারমত উপার্জন হয়।

উজ্জল পাল জানান, তারা চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকা এবং রাজশাহীর প্রায় প্রতিটি থানা এবং মহানগর থেকে অর্ডার পেয়েছেন। তারা নির্বিঘ্নে প্রতিমা তৈরির কাজ করছেন।

এদিকে রাজশাহীর গোদাগাড়ীতে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ নেওয়াজ।

গোদাগাড়ী উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি অধ্যাপক শান্ত কুমার মজুমদার বলেন, ‘এবার গোদাগাড়ী উপজেলায় ৩৯টি মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। সভায় জানানো হয়, পূজা চলাকালীন সময়ে মণ্ডপের আশেপাশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অনিল কুমার সরকার বলেন, ‘আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের সব থেকে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব পালিত হবে। এ জন্য প্রতিটি মণ্ডপে প্রস্তুতিও শুরু হয়ে গেছে।

রাজশাহী জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ জানান, ‘দুর্গা পূজা উপলক্ষে রাজশাহীর সব পূজা মণ্ডপে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। মণ্ডপগুলোতে পুলিশ ও র্যা ব সদস্যের পাশাপাশি সাদা পোশাকে থাকবেন গোয়েন্দারা। মণ্ডপ এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। কেউ যেন কোনও ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে না পারে সেজন্য সবসময় তৎপর থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।’

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার (সদর) ইফতেখায়ের আলম বলেন, ‘পূজা মণ্ডপে আনসারদের পাশাপাশি পুলিশ বাহিনীর সদস্যরা থাকবে। এছাড়া ভ্রাম্যামাণ কয়েকটি দল মণ্ডপে মণ্ডপে ঘুরবে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি নেওয়া হয়েছে।’

 

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!