X
শনিবার, ১১ মে ২০২৪
২৮ বৈশাখ ১৪৩১

নাইক্ষ্যংছড়িতে আটক হওয়া চার ‘গুপ্তচর’ রোহিঙ্গা হত্যার সঙ্গে জড়িত দাবি স্থানীয়দের

বান্দরবান প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৮:০২আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৮:০২

মিয়ানমারের চার ‘গুপ্তচর’ আটক বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে আটক হওয়া চার ‘গুপ্তচর’ রোহিঙ্গা হত্যার সঙ্গে জড়িত বলে দাবি করেছেন স্থানীয়রা। এদের মধ্যে একজন মো. কালু মিয়া মুক্তিযোদ্ধার সময়েও বাংলাদেশের নানা খবর মিয়ানমারে পাচার করতো বলে দাবি করেন স্থানীয়রা।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে ঘুমধুম এলাকা থেকে তিনজন ও বুধবার (১৩ সেপ্টেম্বর) নাইক্ষ্যংছড়ি সদর থেকে একজন ‘গুপ্তচর’কে আটক করে ৩১ বিজিবি। আটককৃতরা হলেন- আব্দুর শুক্কুরের ছেলে আনোয়ার হোসেন (৪০), মৃত নজির আহমদের ছেলে জাফর আলম (৪৫), নুরে আলমের ছেলে মো. আজমল হোসেন (৪০) ও ইউসুফ আলীর ছেলে মো. কালু মিয়া (৬০)।
তারা সবাই মিয়ানমারের মংডু শহরের ফকিরাবাজারস্থ আমতলির বাসিন্দা।

নাইক্ষ্যংছড়ির স্থানীয়রা জানান, মিয়ানমারে এতদিন যে সব মুসলিম রোহিঙ্গা হত্যা ও নির্যাতিত হয়েছে তাদের পেছনে আটক হওয়া গুপ্তচরেরা জড়িত ছিল। এর বিনিময়ে তারা আর্থিকভাবে লাভবানও হয়েছে।
স্থানীয়রা আরও জানান, যাদেরকে গুপ্তচর হিসেবে আটক করা হয়েছে, তাদের মধ্যে ইউসুফ আলীর ছেলে মো. কালু মিয়া মুক্তিযুদ্ধের সময়েও বাংলাদেশের নানা খবর পাচার করতো মিয়ানমারে। বর্তমানে তারা বাংলাদেশ মিয়ানমার সীমান্তে অবস্থিত রোহিঙ্গাদের আশ্রয়ের অবস্থান, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অবস্থান, পজিশন এবং তাদের প্রস্তুতির চিত্র, কথোপকথন ভিডিও ও অডিও রেকর্ড করে তা সরবরাহ করে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) কাছে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল বলেন, ‘গুপ্তচরেরা বিভিন্ন সময়ে নানা তথ্য বাংলাদেশ থেকে মিয়ানমারে পাচার করতো বলে শুনেছি। বিজিবি গুপ্তচরদের ধরেছে। তাই গুপ্তচরেরা কী কাজ করতো, তা বিজিবি বা আইনশৃঙ্খলা বাহিনী বলতে পারবে। আমি বেশি কিছু জানি না। তবে এখানে এ ধরনের আরও গুপ্তচর থাকাটা অস্বাভাবিক কিছু নয়। প্রশাসনের সবসময় বিয়ষগুলো নজরে রাখা উচিত।’

এ বিষয়ে বান্দরবান সেনাবাহিনীর ৬৯ পদাতিক বান্দরবান সেনা রিজিয়নের কর্মকর্তা (জিটুআই) মেজর মোহাম্মদ মেহেদী বলেন, ‘আটক ৪ জনের কাছ থেকে এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ কোনও তথ্য পাওয়া যায়নি। তাই তারা আসলেই গুপ্তচর কিনা তা এখনও স্পষ্টভাবে বলা যাচ্ছে না। তবে প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে সবাইকে তা জানানো হবে।’

 

/এআর/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভিসার অপেক্ষায় ২১ হাজার হজযাত্রী
ভিসার অপেক্ষায় ২১ হাজার হজযাত্রী
নিখোঁজ সেলিককে পাওয়া গেলো মিল্টনের আশ্রমে, মা বললেন ‘পেট কেটে ফেলেছে’
নিখোঁজ সেলিককে পাওয়া গেলো মিল্টনের আশ্রমে, মা বললেন ‘পেট কেটে ফেলেছে’
বাংলাদেশি চা বিক্রেতার স্কুলে এসে অভিভূত দুই চীনা নাগরিক
বাংলাদেশি চা বিক্রেতার স্কুলে এসে অভিভূত দুই চীনা নাগরিক
৭৫ বছর বয়সের পরেও প্রধানমন্ত্রী হতে পারবেন মোদি: অমিত শাহ
৭৫ বছর বয়সের পরেও প্রধানমন্ত্রী হতে পারবেন মোদি: অমিত শাহ
সর্বাধিক পঠিত
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
মান ভাঙলো মিমির, এলো ‘তুফান’র দ্বৈত ঝলক
মান ভাঙলো মিমির, এলো ‘তুফান’র দ্বৈত ঝলক
নেতানিয়াহুর কঠোর সমালোচনা করলো আমিরাত
নেতানিয়াহুর কঠোর সমালোচনা করলো আমিরাত
‘কর্তৃপক্ষের’ আদেশের দায় কার?
‘কর্তৃপক্ষের’ আদেশের দায় কার?
টাকা দিয়ে কেনা সনদের তালিকা পেয়েছি: ডিবি হারুন
টাকা দিয়ে কেনা সনদের তালিকা পেয়েছি: ডিবি হারুন