X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সিলেটে তিন মাদক বিক্রেতাকে ১০ বছরের কারাদণ্ড

সিলেট প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০১৭, ০৬:১৯আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৭, ০৬:২৬

আদালত

সিলেটে তিন মাদক বিক্রেতাকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক এএম জুলফিকার হায়াত এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী নিজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার প্রজান্তপুর গ্রামের মৃত ইলিয়াস মিয়ার ছেলে জাকির হোসেন (২৮), একই থানার লালাপুর গ্রামের মৃত মনির হোসেনের ছেলে মো. দিলদার হোসাইন (৪২) ও সিলেটের ওসমানীনগর থানার পূর্ব তাজপুর গ্রামের মৃত হাসিম উল্যার ছেলে রুমেল আহম্মদ (৩২)। রায় ঘোষণার সময় রুমেল আহম্মদ আদালতে উপস্থিত থাকলেও অন্য দুই আসামি জাকির হোসেন ও দিলদার হোসাইন পলাতক ছিল।

আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ১০ এপ্রিল রাতে র‌্যাব-৯ এর একটি দল সিলেটের ওসমানীনগর থানার সৈয়দপুর গ্রামের আব্দুর রহিম মোল্লার বাড়ির গেইটের সামনে অভিযান চালিয়ে মাদক বিক্রেতা রুমেল আহম্মদ, জাকির হোসেন ও দিলদার হোসাইনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে দুই লাখ ৯৮ হাজার টাকা দামের ৭৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাব-৯ এর এসআই শুভ্র মুকুল চৌধুরী বাদী হয়ে আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওসমানীনগর থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে একই বছরের ১০ মে সিলেট সিআইডি জোনের পুলিশ পরিদর্শক মো. আব্দুল আহাদ আদালতে এ মামলার চার্জশিট (অভিযোগপত্র) দেন এবং একই বছরের ২৮ আগস্ট আদালত মামলার বিচারকাজ শুরু করেন।

আইনজীবী নিজাম উদ্দিন জানান, ৯ সাক্ষীর সাক্ষ্য নিয়ে আদালত ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) টেবিলের ৯ (খ) ধারায় দোষী সাব্যস্ত করে তিন আসামিকে দণ্ড দিয়েছেন আদালত।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা