X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বেনাপোলে বৌদ্ধ ভিক্ষুকে হেনস্তার অভিযোগে আটক ৩

যশোর প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০১৭, ১৪:০৯আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৭, ১৪:০৯

আটক যশোরের বেনাপোলে এক বৌদ্ধ ভিক্ষুকে হেনস্তার অভিযোগে তিন জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো যশোরের বেনাপোলের ভবারবের গ্রামের বাসিন্দা কবির হাওলাদার এর ছেলে রিয়াজুল ইসলাম মণ্ডল (৩৮), একই গ্রামের বাসিন্দা শের আলীর ছেলে মো. আমিন হোসেন (২২) এবং দুর্গাপুর গ্রামের বাসিন্দা হাসান আলীর ছেলে মো. তৌফিক আহমেদ (২৩)। আটককৃতদের থানায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
পুলিশ জানায়, চট্টগ্রামের বাঁশখালির বাসিন্দা জ্ঞান মিত্র ভিক্ষু গত মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ভারত থেকে দেশে ফেরার পর বেনাপোল সীমান্তে একটি দোকানে পানি কিনতে গেলে আচমকা কয়েকজন তরুণ তাকে ঘিরে ফেলে। তারপর ভিক্ষুকে একটি গাড়িতে তুলে ওই যুবকরা কয়েকটি বাক্য উচ্চারণ করতে বলে এবং পুরো ঘটনা মোবাইলে ধারণ করে। বৃহস্পতিবার বিকালের দিকে ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
‘তুই’ সম্বোধন করে ওই ভিক্ষুকে রোহিঙ্গাদের ওপর হামলার জন্য দায়ী উগ্রবাদী বৌদ্ধ ও অং সান সু চির বিরুদ্ধে বক্তব্য দিতে বলা হয়। ওই বৌদ্ধ ভিক্ষু মোবাইলের মাধ্যমে ঘটনাটি পুলিশকে অবহিত করে পরদিনই ভারতে ফিরে যান। পরবর্তীতে পুলিশ স্বপ্রণোদিত হয়ে এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা আসামিদের জিজ্ঞাসাবাদ করছি। এই ঘটনার সঙ্গে জড়িত সবাইকে গ্রেফতার করা হবে। আটক আসামিদের ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হবে।’

/এসএসএ/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস
শিশু হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
বায়ার্নের নজরে থাকা নাগেলসমানের সঙ্গে জার্মানির নতুন চুক্তি
বায়ার্নের নজরে থাকা নাগেলসমানের সঙ্গে জার্মানির নতুন চুক্তি
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!