X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

‘কাপড় নয়, খাবার চাই’

হুমায়ুন মাসুদ, টেকনাফ থেকে ফিরে
১৫ সেপ্টেম্বর ২০১৭, ২২:৫১আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৭, ২৩:৪২

ত্রাণের গাড়ি দেখলেই এভাবে ছুটে আসেন রোহিঙ্গারা

শুক্রবার দুপুর। পিকআপভর্তি ত্রাণ নিয়ে কক্সবাজারের উখিয়ার বালুখালি রোহিঙ্গা শিবিরের সামনে থামলো কুমিল্লার একটি দল। এ দল রোহিঙ্গা শরণার্থীদের মাঝে খাবার বিতরণ করতে এসেছে। দলটির ত্রাণের পিকআপ থামতেই মূহুর্তের মধ্যে পড়িমরি করে শত শত ক্ষুধার্ত শরণার্থী ছুটে আসেন। সঙ্গে সঙ্গে শুরু হয় তাদের চিৎকার-চেঁচামেচি। এদের প্রায় সবারই চাওয়া, ‘কাপড় নয়; খাবার চাই, এক প্যাকেট খাবার।’

উখিয়া-টেকনাফ সড়কের কয়েক কিলোমিটার এলাকায় এরকম হাজার হাজার শরণার্থী খাবারের আশায় অপেক্ষা করছে। জামাকাপড় কিংবা অন্য কোনও ত্রাণ সামগ্রী নয়; তাদের চাই, এক প্যাকেট খাবার। সেই সঙ্গে মাথা গোঁজার ঠাঁইয়ের আশ্বাস পেলেই হাতে আসমান পাওয়ার আনন্দ ফুটে উঠে তাদের চোখে-মুখে।

বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের সামনে ত্রাণ নিতে আসা রোহিঙ্গা শরণার্থী জোবায়ের বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পাঁচ দিন আগে বাংলাদেশে আসি। এপাড়ে আসার পর থেকে এদেশের মানুষ আমাদের অনেক সহযোগিতা করছেন। কেউ খাবার দিচ্ছেন, কেউ পানি দিচ্ছেন। আবার কেউ কেউ চাল, ডাল, তেল দিচ্ছেন। পরনের কাপড়ও দিচ্ছেন কেউ কেউ।’

মংডুর উদং এলাকার বাসিন্দা এই রোহিঙ্গা আরও বলেন, ‘এসব ত্রাণ সামগ্রী আমাদের দরকার। তবে এই মূহুর্তে আমাদের বেশি দরকার, মাথা গোঁজার ঠাঁই। তাঁবু খাটানোর জন্য ত্রিপল, কাঠ, বাঁশ -এসবও দরকার। তার আগে বেঁচে থাকার জন্য চাই খাবার।’

খাবারের জন্য রোহিঙ্গাদের ছোটাছুটি

একই কথা জানালেন কুতুপালং ক্যাম্পের সামনে থাকা ষাটোর্ধ্ব রোহিঙ্গা নারী হালিমা খাতুন। মিয়ানমারের বুচিদং এলাকার বাসিন্দা এই নারী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কাল (বৃহস্পতিবার) বাংলাদেশে এসেছি। আজ দুপুর পর্যন্ত রাস্তার পাশে কাটিয়ে দিয়েছি। এখন পর্যন্ত তাবু খাটানোর সামান্য জায়গাটুকুও পাইনি।’

তিনি আরও বলেন, ‘হাতে টাকাও নেই যে, বাঁশ ও ত্রিপল কিনে তাবু খাটাবো। অনেকে ত্রাণ দিচ্ছেন। এর মধ্যে মিলছে খাবার ও কাপড়।’

তিনি বলেন, ‘আমাদের কাপড় লাগবে না। এই মূহুর্তে আমরা বেঁচে থাকার জন্য খাবার ও থাকার জন্য আশ্রয় চাই।’

শুধু হালিমা নয়, তার মতো আরও অনেক শরণার্থী একই চাহিদার কথা বলেছেন।

ত্রাণ হিসেবে পাওয়া কাপড় এদিক সেদিক ফেলে রেখেছেন রোহিঙ্গারা

শুক্রবার কুতুপালং ক্যাম্প থেকে বালুখালী ক্যাম্প পর্যন্ত সরেজমিনে ঘুরে দেখা গেছে, সড়কের দুই পাশে ত্রাণ হিসেবে দেওয়া কাপড়ের অসংখ্য ছোট ছোট স্তুপ পড়ে আছে। শরণার্থীরা ওইসব কাপড় ধরেও দেখছেন না। ত্রাণ হিসেবে দেওয়া এসব কাপড় তাদের কাজে না আসায় প্রথমে গ্রহণ করলেও পরবর্তীতে এগুলো সড়কের পাশে ফেলে দেন রোহিঙ্গা শরণার্থীরা।

কাপড় ফেলে দেওয়ার বিষয়ে জানতে চাইলে একাধিক রোহিঙ্গা জানান, ত্রাণ হিসেবে এসব কাপড় তাদের কাজে আসছে না। তারা কাপড়ের চেয়ে খাবারের বিষয়টিকে প্রাধান্য দিচ্ছেন।

সরেজমিনে দেখা যায়, ত্রাণবাহী গাড়িতে খাবার দেখলে রোহিঙ্গারা হুমড়ি খেয়ে পড়ছেন। হুড়োহুড়ি করে খাবার সংগ্রহ করতে গিয়ে অনেক রোহিঙ্গা দুর্ঘটনার শিকার হচ্ছেন। শুক্রবার দুপুরে চন্দনাইশ থেকে খিচুড়ি নিয়ে আসা একটি ত্রাণবাহী গাড়ি থেকে খাবার গ্রহণ করতে গিয়ে ১০ বছর বয়সী এক শিশু দুর্ঘটনার শিকার হয়।

টেকনাফ সীমান্তবর্তী এলাকা হোয়াইকংয়ের বাসিন্দা আক্তার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অনেকে ব্যক্তি উদ্যোগে খিচুড়িসহ অন্য খাবার রান্না করে নিয়ে আসছেন। এগুলো রান্না ও প্যাকেট করে আনতে গিয়ে তাদের নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আবার এসব খাবার পৌঁছে দিতে গিয়ে অনেক সময় নষ্ট হচ্ছে। তার পরামর্শ, রোহিঙ্গাদের রান্না করা খাবার না দিয়ে চাল, ডাল, তেল ও নগদ টাকা দেওয়া গেলে ত্রাণদাতাদের কষ্ট কম হতো।

 

/এমএ/
সম্পর্কিত
অবৈধভাবে ভারতে যাওয়ার সময় মিয়ানমারের নাগরিকসহ আটক ৪
ক্যাম্পের বাইরে গিয়ে সেমিনার করেছেন রোহিঙ্গারা, ৩২ জন আটক
আরসার বিরুদ্ধে অভিযান নিয়ে যা বললো র‌্যাব
সর্বশেষ খবর
জিএসপি সুবিধা ফিরিয়ে দেওয়ার কথা বলেছে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী
জিএসপি সুবিধা ফিরিয়ে দেওয়ার কথা বলেছে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী
অবাধে বালু উত্তোলন করে রাতের আঁধারে পাচার
অবাধে বালু উত্তোলন করে রাতের আঁধারে পাচার
ইইউ’র নিষেধাজ্ঞাকে ভণ্ডামি বললেন পুতিন মিত্র
ইইউ’র নিষেধাজ্ঞাকে ভণ্ডামি বললেন পুতিন মিত্র
‘ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে’
‘ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে’
সর্বাধিক পঠিত
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির