X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নছিমন-করিমনে স্কুল শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ পরিবহন

বেনাপোল প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৭, ০২:১৫আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৭, ০২:১৮

যশোর যশোরের শার্শা-বেনাপোলের প্রি-ক্যাডেট স্কুলগুলোতে খরচ বাঁচানোর স্বার্থে ঝুঁকিপূর্ণ নছিমন-করিমনে স্কুলগামী শিক্ষার্থীদের পরিবহন করা হচ্ছে। এতে করে যে কোনও সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

অভিভাবকরা বলছেন, অনেকবার স্কুল কর্তৃপক্ষকে অভিযোগ জানালেও এ নিয়ে তাদের ভ্রূক্ষেপ নেই। আর শিক্ষকরা বলছেন, অর্থ সংকটের কারণেই তারা নছিমন-করিমন ব্যবহার করছেন। অচিরেই এসব ঝুঁকিপূর্ণ যানবাহন ব্যবহার বন্ধ করা হবে।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব পরিবহন না থাকায় নছিমন-করিমন ও আলমসাধুতে পরিবহন করা হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের। অনেক সময় চলন্ত অবস্থায়ই এসব গাড়িতে ঝুঁকি নিয়ে উঠানামা করতে হয় তাদের। ফলে যে কোনও সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

হাইকোটের নিষেধাজ্ঞা থাকলেও প্রশাসনের সামনে এ ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে অহরহ। অথচ পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী এ ব্যাপারে দৃশ্যত নীরব।

তালশারী মডেল স্কুলের এক ছাত্রীর পিতা আলমগীর হোসেন বলেন, ‘আমরা বাচ্চাদের লেখাপড়া করতে পাঠাবো কোথায়? যেখানেই পাঠাই না কেন সবাই অর্থ বাঁচাতে এই ঝুঁকিপূর্ণ যানবাহনই ব্যবহার করছে।’

এক পরিসংখনে দেখা গেছে, গত আট মাসে শার্শা-বেনাপোল সীমান্তে ৮০ শতাংশ দুর্ঘটনাই নছিমন,করিমন ও আলমসাধুর সংঘর্ষে ঘটেছে। এতে নিহত হয়েছেন অন্তত ২০ জন। আহত হয়েছেন শতাধিক নারী-পুরুষ-শিশু। নিহতের মধ্যে শিক্ষার্থী রয়েছে ৪ জন।

বেনাপোল পৌরসভার প্যানেল মেয়র-১ শাহবুদ্দিন মন্টু জানান, ‘বেনাপোল দেশের সর্ববৃহৎ স্থলবন্দর। এ কারণে এলাকাটি জনবহুল ও ব্যস্ত। আমদানি-রফতানি বাণিজ্যের কারণে এ পথে চলাচল করছে হাজার হাজার যানবাহন। বলতে গেলে সব সময় লেগে থাকছে তীব্র যানজট। আর এই ব্যস্ত সড়কটিতে নছিমন- করিমন চলায় প্রতিনিয়ত শার্শা-বেনাপোল সড়কটিতে ঘটছে ছোটবড় দুর্ঘটনা। সরকারের নিষেধাজ্ঞা সত্ত্বেও পুলিশ প্রশাসনের সামনে কিভাবে রাস্তায় এই অবৈধ যানটিতে করে শিশু শিক্ষার্থীদের পরিবহন করা হয় জানি না। এসব শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’

বেনাপোল বিএম ইংলিশ ইনস্টিটিউটের পরিচালক রাজু আহম্মেদ জানান, অর্থ সংকটের কারণে তারা নছিমনে ছাত্র-ছাত্রী আনা নেওয়া করছেন। এটা যে বড় অপরাধ সেটা তারা জানেন। কিন্তু তাদের ভাষায়, ‘এটা অস্থায়ী ব্যবস্থা।’ এ সময় তিনি অনুরোধ করেন নিউজ না করতে। দ্রুত এটা বন্ধ করে বিকল্প নিরাপদ ব্যবস্থায় শিক্ষার্থীদের আনা নেওয়া করা হবে বলে  জানান তিনি।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বলেন, ‘এর আগেও স্কুলে ছাত্রছাত্রী বহনকারী অনেক নছিমন-করিমন আটক করেছি। পরে স্কুল কর্তৃপক্ষ ছাত্র-ছাত্রী বহন করবেন না মর্মে প্রতিশ্রুতি দেওয়ায় এগুলোকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু তাদেরকে আবারও এই ঝুঁকিপূর্ণ যানবাহন ব্যবহার করতে দেখা যাচ্ছে। এটা অবশ্যই বন্ধ করা হবে। এসব ঝুঁকিপূর্ণ যানবাহনে বাচ্চাদের যাতে না পাঠানো হয়, সেজন্য অভিভাবকদের  সচেতন করা হবে।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা