X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বান্দরবানে দুর্গাপূজা উপলক্ষে ৪০টি মন্দিরে নিরাপত্তা জোরদার

বান্দরবান প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৭, ১৫:২১আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৫৫

পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বান্দরবানের মন্দিরগুলোতে যেন কোনও অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় সে লক্ষে জেলার ৪০টি মন্দিরে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এছাড়া জেলার বিভিন্ন স্থানে ৬টি অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. কামরুজ্জামান এ কথা বলেন।

তিনি বলেন, বান্দরবানের ২৬টি পূজামণ্ডপের মধ্যে ২১টি গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ ও পাঁচটি সাধারণ পূজামণ্ডপ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব পূজামণ্ডপে পুলিশ ছাড়াও সাদা পোশাকে ডিএসবি’র অতিরিক্তি পুলিশ মোতায়েন রাখা হয়েছে। এসময় তিনি উপস্থিত সংবাদ কর্মীদের যে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে তা তাৎক্ষণিক পুলিশ প্রশাসনকে জানানোর জন্য অনুরোধ করেছেন।

সংবাদ সম্মেলনে তিনি বর্তমান রোহিঙ্গা ইস্যু নিয়ে বলেন, ‘ইতিমধ্যে বান্দরবান নাইক্ষ্যংছড়ি সদর সীমান্তে ও ঘুমধুম সীমান্তে কাঁটাতারের সীমান্তবর্তী স্থানে মাইন বিস্ফোরণে ৯ রোহিঙ্গা ও এক জন বাংলাদেশি নিহত হয়েছে। এছাড়াও আরও ৯ জন বাংলাদেশি ও ১ জন রোহিঙ্গা আহত হয়েছে।

তবে এগুলোকে মিয়ানমারের অভ্যন্তরীণ ঘটনা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘এখন পর্যন্ত নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের শাপমারা ঝিরি ও বড় ছনখোলায় এক নারী ও দুই পরুষসহ তিন রোহিঙ্গার মৃত্যু ছাড়া আর কোনও সমস্যা হয়নি।

সংবাদ সম্মলেনে বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার শম্পারানী শাহা, সহকারী পুলিশ সুপার ইয়াছির আরাফাত, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু ও সেক্রেটারি ফরিদুল আলম সুমনসহ বান্দরবানে কর্মরত প্রিন্ট, অনলাইন ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়তে পারেন: ড্রামে ভর্তি লাশ উদ্ধার: পরিবারের কাছে হস্তান্তর


 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা