X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

গাজীপুরে গৃহবধূকে রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করার অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৭, ১৭:০১আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৭, ১৮:০১

গাজীপুর গাজীপুরের কাপাসিয়ায় পরকীয়ার প্রতিবাদ করায় সোমা আক্তার (২২) নামে এক গৃহবধূকে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে তার স্বামী সজীবের বিরুদ্ধে। এ ব্যপারে কাপাসিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় স্বামীর ভাই কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. জহিরুল ইসলাম এবং স্বামীর অন্য স্বজনদের বিরুদ্ধে অভিযোগ করা হয়।

আহত গৃহবধূ সোমা আক্তার জানান, তিন বছর আগে তাদের বিয়ে হয়। গত ১০ মাস ধরে তার স্বামী টঙ্গীর এক মেয়ের সঙ্গে তার স্বামীর সম্পর্ক হয়। পরে ওই মেয়েকে বিয়ে করার জন্য বাড়িতে কিছুদিন আগে আয়োজনও করা হয়েছিল। এসব কাজে বাধা দেওয়ায় তার স্বামীর সঙ্গে বিভিন্ন সময় তার বাকবিতণ্ডা হয়। এর আগে একাধিকবার নির্যাতন করায় তার মা রানী বেগম শনিবার কাপাসিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

গৃহবধূ জানান, ১০ সেপ্টেম্বর রবিবার সকাল সাতটার দিকে সাধারণ ডায়েরির বিষয়ে তার সঙ্গে জ্যাঠাতো ভাসুর মো. জহিরুল ইসলামের কথা কাটাকাটি হয়। এসময় স্বামীর সমর্থনে ভাসুর তাকে মারধর শুরু করে। একপর্যায়ে তার ভাসুর, ভাই দুললাসহ লোকজন নিয়ে তাকে মাথায় কুপিয়ে ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে।

সোমার মা রানী বেগম জানান, মেয়ে আহত হওয়ার খবর পেয়ে প্রতিবেশীদের সহায়তায় তার মেয়েকে তিনি উদ্ধার করেন। পরে তাকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কোপানো ও বেধড়ক পেটানোয় তার মেয়ের মাথায় একাধিক সেলাই করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় তিনি তার মেয়ের স্বামী, ভাসুর এবং তাদের সহযোগীদের অভিযুক্ত করে কাপাসিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। এরপর হুমকির ভয়ে তার মেয়েকে গাজীপুর জেলার বাইরে একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রাখেন।

অভিযুক্ত ভাসুর মো. জহিরুল ইসলাম জানান, এ ঘটনা তাদের একান্ত পারিবারিক বিষয়। রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে এ ঘটনায় তাকে জড়ানোর চেষ্টা করা হচ্ছে। তিনি ঘটনার সময় উপস্থিত ছিলেন না।

এ ব্যাপারে তরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোবারক হোসেন লালন বলেন, পারিবারিকভাবে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা চলছে। জহিরুল ইসলাম এ ঘটনায় কোনওভাবেই জড়িত নয়।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, একজন কর্মকর্তা দিয়ে ঘটনাস্থল পরিদর্শন ও আহতকে পর্যবেক্ষণ করা হয়েছে। বিষয়টি একান্তই পারিবারিক হওয়ায় অভিযুক্তরা আপসরফার জন্য সোমবার পর্যন্ত সময় চেয়ে নিয়েছিলেন। কিন্তু আপসরফার কোনও তথ্য না পেয়ে সোমবার বিকালে অভিযোগটি মামলা হিসেবে রুজু হয়েছে।

/এসএসএ/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!