X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রানা প্লাজার ধস ঠেকানো সম্ভব ছিল: ব্রিটিশ এমপি রুশনারা আলী

সাভার প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৭, ১৭:১৮আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৭, ১৭:২৩

আশুলিয়ায় সিআরপিতে ব্রিটিশ এমপি রুশনারা আলী (ছবি: প্রতিনিধি) সাভারে রানা প্লাজা ধসের ঘটনা কোনও দুর্ঘটনা নয় এবং এই ঘটনা ঠেকানো সম্ভব ছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) এর মার্কস অ্যান্ড স্টার্ট প্রকল্পের প্রশিক্ষণকেন্দ্র পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। আশুলিয়ার গণকবাড়িতে প্রতিবন্ধী মানুষের জন্য এই প্রশিক্ষণকেন্দ্র চালু করা হয়েছে।

রুশনারা আলী আরও বলেন, ‘ভবন ধসের পর রানা প্লাজার বেঁচে যাওয়া শ্রমিকদের সঙ্গে আমি কথা বলেছি। এ ঘটনা প্রতিরোধ করা সম্ভব ছিল। তবে বর্তমান সরকার শ্রমিকদের জন্য এবং কারখানার পরিবেশ উন্নয়নে অনেক পদক্ষেপ গ্রহণ করেছে।’ আশুলিয়ায় সিআরপিতে ব্রিটিশ এমপি রুশনারা আলী (ছবি: প্রতিনিধি)

তিনি আরও বলেন, ‘প্রতিবন্ধী শ্রমিকরা প্রশিক্ষণ নিয়ে, দক্ষতা ও যোগ্যতা কাজে লাগিয়ে বাংলাদেশের উন্নয়নে অবদান রাখছে।’ এসময় তিনি এখান থেকে প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন কারখানায় কর্মরত শ্রমিকদের সাফল্য ও অভিজ্ঞতার কথা শোনেন। পাশাপাশি বাংলাদেশের উন্নয়নে প্রতিবন্ধীদের মেধা কাজে লাগিয়ে দক্ষ জনবল হিসেবে তৈরি করার জন্য সাধুবাদ জানান। এ ধরণের পিছিয়ে পড়া মানুষদের উৎসাহ জোগাতে বিভিন্ন কারখানাকে এগিয়ে আসার আহ্বান জানান।

এসময় অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেক সেখানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘আমি ইতোপূর্বে সিআরপি পরিদর্শন করেছি ও তাদের কার্যক্রম দেখে খুশি।’ ব্রিটিশ এমপি ও হাইকমিশনার সিআরপিতে দুটি ফুলের গাছের চারা রোপণ করেন।

মার্কস অ্যান্ড স্টার্ট প্রজেক্টের কান্ট্রি ডিরেক্টর সপ্না ভৌমিকের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে সিআরপি কর্মকর্তা-কর্মচারীসহ একাধিক কারখানার পরিচালক, মালিক এবং বিভিন্ন কারখানায় কর্মরত ও প্রশিক্ষণরত অর্ধশতাধিক প্রতিবন্ধী শ্রমিক উপস্থিত ছিলেন।

আরও পড়ুন- ‘আর কতদিন বন-জঙ্গলে থাকবো?’


/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি