X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সারারাত ঘিরে রেখে গোডাউনে অভিযান, ৭৫ মেট্রিক টন চাল উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০১৭, ১৭:০৪আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৭:০৪

সিরাজগঞ্জে আটক হওয়া চাল ব্যবসায়ী (ছবি; প্রতিনিধি) সিরাজগঞ্জের একটি গোডাউনে অভিযান চালিয়ে হতদরিদ্র মহিলাদের জন্য বরাদ্দকৃত (ভিজিডি) ৭৫ হাজার ৩৯০ কেজি চাল উদ্ধার করেছে র‌্যাব-১২ এর সদস্যরা। এ ঘটনায়  গোডাউন মালিক আব্দুর রাজ্জাককে (৪৪)  আটক করা হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জ জেলা শহরের রেলগেইট এলাকায় সওজ উপ-বিভাগ অফিস সংলগ্ন রাজ্জাক ট্রেডার্সের চালের গোডাউনে এ অভিযান চালানো হয়।

আটক আব্দুর রাজ্জাক বেলকুচি উপজেলার নিশিবয়ড়া গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে ও বেলকুচির রাজ্জাক ট্রেডার্সের স্বত্বাধিকারী। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সাফায়াত আহম্মেদ সুমন ও সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ফয়সাল উদ্দিন।

মেজর সাফায়াত আহম্মেদ সুমন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাত থেকে রাজ্জাক ট্রেডার্সের ওই চালের গোডাউন ঘিরে রাখা হয়। সকালে গোডাউনের মালিক আব্দুর রাজ্জাক আসার পর অভিযান শুরু করা হয়। এ সময় গোডাউনে থাকা সরকারি খাদ্য অধিদফতরের সিলমোহরকৃত ১৭শ ৬টি বস্তায় ৭৫ হাজার ৩৯০ মেট্রিক টন চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় রাজ্জাক ট্রেডার্সের মালিক আব্দুর রাজ্জাককে আটক করা হয়েছে।

সদর উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্বে) মো. ফয়সাল উদ্দিন জানান, উদ্ধার হওয়া ওই চালগুলো দুস্থ মহিলাদের জন্য বরাদ্দ ছিল। এসব চাল ৩০ কেজি করে প্রতিমাসে ভিজিডি কার্ডধারী মহিলাদের দেওয়া হতো। তিনি আরও জানান, এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সিরাজগঞ্জ সদর থানার ওসি হেলাল উদ্দিন বুধবার বিকাল ৩টার দিকে জানান, এখনও মামলা দিতে কেউ আসেনি। নিয়মিত মামলা হলে এটি দুদকের কাছে হস্তান্তর করতে হবে।

আরও পড়ুন- আমদানির চালে ক্রেতা সংকট, দাম কমেছে কেজিতে পাঁচ টাকা



 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা