X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘খাবারের অভাবে এখন পর্যন্ত কোনও রোহিঙ্গাকে মরতে হয়নি’

চট্টগ্রাম ব্যুরো
২০ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৫২আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৫২

চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত রোহিঙ্গাদের চিহ্নিতকরণ সংক্রান্ত বিভাগীয় কমিটির সভা

খাবারের অভাবে এখন পর্যন্ত কক্সাবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় নেওয়া কোনও রোহিঙ্গা মারা যায়নি উল্লেখ করে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (কক্সবাজার) মোহাম্মদ সামছু-দ্দৌজা বলেন,‘আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগে শুকনো খাবার ও পানি সরবরাহ করা হচ্ছে।’ বুধবার (২০ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় বিভাগীয় কমিশনার আব্দুল মান্নানের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘চার লাখ ২০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে। ১৫টি স্থান নির্ধারণ করা হয়েছে, ওই স্থানগুলোতে তাদের নিয়ে আসার কাজ চলছে। স্যানিটেশন ব্যাবস্থা ও সুপেয় পানির অভাবে রোগ ছড়িয়ে পড়ার যে আশঙ্কা করা হয়েছিল, তা ঘটেনি। ওয়াসা সংশ্লিষ্ট কিছু সমস্যা আছে।  শিগগিরই ক্যাম্পগুলোতে ৫০০ টিউবওয়েল বসানো হচ্ছে।’

তিনি আরও বলেন,‘ওই দেশে ভ্যাকসিনেশনের ব্যবস্থা তেমন উন্নত না। তাই বাংলাদেশে ঢুকার সঙ্গে সঙ্গে রোহিঙ্গা শিশুদের জন্য ভ্যাকসিনেশনের ব্যবস্থা করা হচ্ছে। গতকাল (১৯ সেপ্টেম্বর) থেকে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের চিকিৎসা সেবায় মাঠে কাজ শুরু হয়েছে। গণস্বাস্থ্য বিভাগের পাঁচটি টিম সুপেয় পানি সরবরাহের কাজ করছে।’

এর আগে বিভাগীয় কমিশনার তার কাছে এখন পর্যন্ত কোনও রোহিঙ্গা না খেয়ে মারা গেছে কিনা? এ বিষয়ে জানতে চান।

বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান বলেন, ‘সঠিক তথ্য না জেনে অনেকে টিভি চ্যানেলের টকশোতে মনগড়া কথা বলছেন। সেখানে মহামারি ছড়িয়ে পড়ছে, রোহিঙ্গারা খাবার পাচ্ছে না। আসলে তো বাস্তব চিত্র এটা না।’

তিনি বলেন, ‘যারা টিভি চ্যানেলে কথা বলছেন, তাদের সঠিক তথ্য উপস্থাপন করা উচিত। কারণ টিভি চ্যানেলের ওই অনুষ্ঠান শুধু বাংলাদেশের মানুষ দেখছে না। সারা বিশ্বে এটি প্রচারিত হচ্ছে। মানবিকতার বদলে বিশ্ব বাসির কাছে যেন কোনও খারাপ বার্তা না যায়, সে বিষয়টি আমাদের মনে রাখা উচিত। সরকার তো দেশের ১৬ কোটি মানুষের অনুভূতিকে সমর্থন জানিয়ে রোহিঙ্গা শরনার্থীদের পাশে দাঁড়িয়েছে।’

তিনি যাকাতের লুঙ্গি-কাপড় দেওয়ার উদাহরণ টেনে বলেন, ‘রমজানে সামান্য ৪০০ থেকে ৫০০ জনকে লুঙ্গি-কাপড় দিতে গিয়ে আমাদের হিমশিম খেতে হয়। সেখানে কয়েক লাখ রোহিঙ্গাকে আশ্রয় ও ত্রাণ দিতে গিয়ে কিছুটা অগোছালো পরিস্থিতি তৈরি হতেই পারে। কিন্তু আমাদের সক্ষমতা আছে। আমরা অতীতে দক্ষতার পরিচয় দিয়েছি, এখনও দিচ্ছি এবং আমরাই পারবো।’

তিনি বলেন, ‘আমরা ৯ মাস যুদ্ধ করে দেশকে স্বাধীন করতে পেরেছি। সুতরাং আশ্রয় নেওয়া কয়েক লাখ রোহিঙ্গাকে নিয়ে যে মানবিক সঙ্কট তৈরি হয়েছে, সেটিও সামাল দিতে পারবো।’

বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের চিহ্নিতকরণ সংক্রান্ত বিভাগীয় কমিটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় শরণার্থী স্থানান্তর, ক্যাম্পে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ, পর্যাপ্ত শৌচাগার নির্মাণ, নিরাপত্তা বিষয়ক ও শিশু খাদ্যসহ খাদ্য সহায়তা এবং শীতবস্ত্র সরবরাহের বিষয়ে আলোচনা করা হয়।

বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে সভায় বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি এস এম মনির-উজ-জামান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার, ডিজিএফআই চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. আদিল চৌধুরী, বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন শহীদুল ইসলাম, স্থানীয় সরকার চট্টগ্রাম বিভাগের পরিচালক দীপক চক্রবর্তী, নোয়াখালী জেলা প্রশাসক মো. মাহবুব আলম তালুকদার, অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (কক্সবাজার) মোহাম্মদ সামছু-দ্দৌজা, অতিরিক্ত জেলা প্রশাসক (বান্দরবান) দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (চট্টগ্রাম) শংকর রঞ্জন সাহা, সৈয়দা সারোয়ার জাহান, বিজিবি চট্টগ্রাম অঞ্চলের ডেপুটি রিজিয়ন কমান্ডার কর্নেল আনিস, জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই) যুগ্ম পরিচালক মো. জামাল উদ্দিন বিশ্বাস, আনসার ভিডিপি’র রিজিয়ন কমান্ডার নির্মলেন্দু বিশ্বাস, বন সংরক্ষক (চট্টগ্রাম অঞ্চল) ড. মো. জগলুল হোসেন ও চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।

আরও পড়তে পারেন: রোহিঙ্গা ক্যাম্পে চারটি উপসড়ক হচ্ছে


 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা