X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রামে জেলা পরিষদ সদস্য লাঞ্ছিতের ঘটনায় ছাত্রলীগের তিন নেতাকর্মী বহিষ্কার

কুড়িগ্রাম প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০১৭, ০১:৩৯আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৭, ০১:৪৪

কুড়িগ্রাম কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় জেলা পরিষদের নির্বাচিত সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক আহম্মদ আলী পোদ্দার রতন লাঞ্ছিত হওয়ার ঘটনায় ছাত্রলীগের তিন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অপরাধে তাদেরকে সাময়িক বহিষ্কার করা হয়। ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি এমদাদুল হক মিলন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বহিষ্কার হওয়া তিন ছাত্রলীগ নেতাকর্মী হলেন- ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সাংগাঠনিক সম্পাদক মেহেদী হাসান, উপজেলা ছাত্রলীগের সদস্য জাহিদ হাসান নয়ন ও মজিদুল ইসলাম বাবু।

এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি খন্দকার ওয়াহিদুন্নবী সাগর বলেন, ‘তিনজনকে বহিষ্কারের কথা শুনেছি। উপজেলা থেকে বহিষ্কারের সুপারিশ হাতে পেলে আমরা স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করে কেন্দ্রে পাঠাবো।’

এর আগে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা পরিষদের সদস্য রতন সদর ইউনিয়নের মাঝিপাড়ায় নারী সংক্রান্ত একটি বিরোধ মীমাংসা করতে গেলে সেখানে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তার সাঙ্গপাঙ্গসহ রতনের ওপর হামলা চালান। এসময় তিনি মাথায় আঘাত পান। পরে স্থানীয়রা রতনকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

এদিকে জেলা পরিষদ সদস্য রতনের ওপর হামলার প্রতিবাদে বুধবার ফুলবাড়ীতে অর্ধদিবস হরতাল পালন করেছে তার সমর্থকরা।
উল্লেখ্য, আহম্মদ আলী পোদ্দার রতন নব্বইয়ের দশকে উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!