X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সম্মেলন ছাড়াই ছাত্রলীগের তিন কমিটি ঘোষণা, নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ

বগুড়া প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০১৭, ০২:৩২আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৭, ০২:৩৭

বগুড়া বগুড়ায় সম্মেলন ছাড়াই ছাত্রলীগের তিনটি কমিটি ঘোষণা, বিতর্কিতদের স্থান দেওয়া এবং একটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করায় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তারা অবিলম্বে সম্মেলনের মাধ্যমে প্রকৃত ছাত্র ও ত্যাগীদের মাধ্যমে কমিটি গঠন করতে সংশ্লিষ্ট সবার হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যথায় যেকোনও সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন তারা।

জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর জেলা ছাত্রলীগ সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস ও সাধারণ সম্পাদক অসীম কুমার রায় স্বাক্ষরিত দলীয় প্যাডে বগুড়া শহর, ধুনট এবং সারিয়াকান্দি উপজেলা কমিটির ঘোষণা করা হয়। এক বছর মেয়াদে বগুড়া শহর কমিটিতে বর্তমান সভাপতি আতাউর রহমান আতাকে সভাপতি ও নেতা জাহিদ হাসানকে সাধারণ সম্পাদক, একই মেয়াদে ধুনট উপজেলা কমিটিতে জাকারিয়া খন্দকারকে সভাপতি ও আবু সালেহ স্বপনকে সাধারণ সম্পাদক এবং তিন মাসের জন্য সারিয়াকান্দি উপজেলা কমিটিতে তোফাজ্জল হোসেনকে আহ্বায়ক, সোহান সাগর ও দুলাল মিয়াকে যুগ্ম আহ্বায়ক ঘোষণা করা হয়।

এদিকে সম্মেলন ও কেন্দ্রের অনুমোদন ছাড়াই জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক কোনও কমিটি ঘোষণা করতে পারেন কিনা তা নিয়ে নেতাকর্মীদের মধ্যে প্রশ্নের সৃষ্টি হয়। শহর কমিটির সাধারণ সম্পাদক জাহিদের বাড়ি সারিয়াকান্দি উপজেলায়, তিনি ঢাকায় লেখাপড়া করেন। এ ব্যাপারে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করলে ২৪ ঘণ্টার মাথায় ১৯ সেপ্টেম্বর কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত দলীয় প্যাডে বগুড়া শহর কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেন।

বগুড়া শহর ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান আতা জানান, ২০১৫ সালের ১২ মে তাকে সভাপতি ও শেখ ফারহান আল অরসিকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা দেওয়া হয়েছিল। এরপর তিনি পূর্ণাঙ্গ কমিটির তালিকা কেন্দ্রে পাঠান। ওই কমিটির আজও অনুমোদন দেওয়া হয়নি। হঠাৎ করে ১৭ সেপ্টেম্বর জেলা সভাপতি তিতাস ও সাধারণ সম্পাদক অসীম তাকে (আতা) পুনরায় সভাপতি এবং সাধারণ সম্পাদক ওরসির জায়গায় জাহিদকে রেখে এক বছর মেয়াদি আংশিক কমিটি ঘোষণা করেন।

তিনি আরও জানান, কেন্দ্রকে না জানিয়ে সম্মেলন ছাড়া কমিটি ভেঙে বা পুনর্গঠনের এখতিয়ার জেলা সভাপতি ও সম্পাদকের নেই। বিষয়টি জেলা আওয়ামী লীগ সভাপতিও জানেন না। আবার জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের মতামত উপেক্ষা করে তৃতীয় কোনও শক্তির চাপে কেন্দ্রীয় কমিটি ঘোষিত বগুড়া শহর কমিটির সকল কার্যক্রম স্থগিত করেছে। এতে সবাই উদ্বিগ্ন। তিনি অবিলম্বে তার (আতা-অরসি) পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন এবং তাদের মাধ্যমেই ২১টি ওয়ার্ড কমিটির অবশিষ্ট ১৪ কমিটির সম্মেলন করে নবীনদের হাতে নেতৃত্ব হস্তান্তরের সুযোগ দাবি করেন। অন্যথায় তিনি তার সাংগঠনিক সব পদ থেকে অব্যাহতি দাবি করেন।

অন্যদিকে ধুনট উপজেলা ছাত্রলীগের সম্মেলন পণ্ড হওয়ার প্রায় দু’মাস পর জাকারিয়া খন্দকারকে সভাপতি ও আবু সালেহ স্বপনকে সাধারণ সম্পাদক ঘোষণা করাকে গঠনতন্ত্রের পরিপন্থী দাবি করা হয়েছে। এতে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এ কমিটি বাতিলে হাই কমান্ডের কাছে দাবি জানিয়েছেন।

ধুনট উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি অভিযোগ করেন, ‘গত ২৫ জুলাই ধুনট এনইউ পাইলট উচ্চ বিদ্যালয় সম্মেলনের দিন ধার্য ছিল। তিনি সভাপতি এবং স্থানীয় এমপি হাবিবর রহমানের অনুসারি জাকারিয়া খন্দকার সভাপতি ও আবু সালেহ স্বপন সাধারণ সম্পাদক প্রার্থী হন। মতবিরোধের কারণে হট্টগোল হলে সম্মেলন পণ্ড হয়ে যায়। এর দুই মাসের মাথায় রাজনীতির সঙ্গে অসম্পৃক্ত জাকারিয়া ও স্বপনকে সভাপতি এবং সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা দেওয়া হয়েছে। এতে ত্যাগী নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।’

ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক বলেন, ‘নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের বাড়ি উপজেলা সদর থেকে ১০/১২ কিলোমিটার দূরে। তাই তাদের কোনও আন্দোলন সংগ্রামে পাওয়া কঠিন।’

উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তিতাস মাহমুদ রতন জানান, ‘আগামী ২৩ সেপ্টেম্বর সম্মেলনের দিন ধার্য ছিল। এ অবস্থায় হঠাৎ আহ্বায়ক কমিটি ঘোষণা দেওয়ায় সবাই হতবাক হয়েছেন।’

তিনি আরও জানান, ‘আহ্বায়ক তোফাজ্জল হোসেনের ছাত্রত্ব নেই। যুগ্ম আহবায়ক সোহান সাগরের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ওপর হামলার একাধিক মামলা রয়েছে। তাকে সংগঠন থেকে বহিষ্কারও করা হয়েছিল।’ তিনি এ আহ্বায়ক কমিটি বাতিল করে সম্মেলনের মাধ্যমে উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনে কেন্দ্রের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ প্রসঙ্গে ছাত্রলীগ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকির হোসাইন বলেন, ‘বগুড়া জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক আমাদের সঙ্গে আলোচনা করে স্বল্প সময়ের জন্য তিনটি কমিটির ঘোষণা দিয়েছিলেন। অভিযোগের প্রেক্ষিতে বগুড়া শহর কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। ধুনট ও সারিয়াকান্দি উপজেলা কমিটিতে কোনও বিতর্ক বা সমস্যা থাকলে সেখানেও গঠনতন্ত্র অনুসারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

বগুড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম কুমার রায় বলেন, ‘বয়স, ছাত্রত্ব ও স্থানীয় নাগরিকত্ব দেখে কমিটি ঘোষণা দেয়া হয়েছে। প্রতিপক্ষরা অনেক কথা বলতে পারেন; কারও কারও বিরুদ্ধে মামলাও থাকতে পারে। রায় না হওয়া পর্যন্ত কাউকে দোষি বলা যাবে না। এরপরও অভিযোগগুলো খতিয়ে দেখা হবে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি