X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

শিক্ষক আকতার জাহানের মৃত্যু: চার্জশিটে মিথ্যাচারের অভিযোগ সহকর্মীদের

রাবি প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৫৩আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৫৫

সংবাদ সম্মেলন (ছবি- প্রতিনিধি)

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহানের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলার চার্জশিটে মিথ্যাচার করা হয়েছে বলে অভিযোগ করেছেন ওই বিভাগের সাত শিক্ষক। তাদের অভিযোগ, ‘আমাদের না জানিয়ে এবং আমাদের অনেকের সঙ্গে কথা না বলে মিথ্যা ও ভুল তথ্য দিয়ে জবানবন্দি সাজিয়ে চার্জশিটে উল্লেখ করা হয়েছে।’

বৃহস্পতিবার দুপুর দেড়টায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১২৩ নম্বর কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ আনা হয়। সংবাদ সম্মেলনে বিভাগের সভাপতি ড. প্রদীপ কুমার পান্ডে, সহযোগী অধ্যাপক মশিহুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, সহকারী অধ্যাপক কাজী মামুন হায়দার, মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ‘আকতার জাহানের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত কর্মকর্তা ব্রজগোপাল কর্মকার যে চার্জশিট জমা দিয়েছেন, তা নিয়ে বিভাগের শিক্ষকরা ক্ষুব্ধ ও বিস্মিত। কারণ, চার্জশিটে সাত শিক্ষককের নামে ১৬১ ধারায় জবানবন্দি নেওয়ার যে দাবি করা হয়েছে, তা সত্য নয়।  নানা রকম বিভ্রান্তিকর তথ্যে তা উপস্থাপন করা হয়েছে।  বস্তুত আমরা কেউ কখনও জবানবন্দি দেইনি।  পুলিশ বিভিন্ন সময় আমাদের কারও কারও সঙ্গে কথা বলেছে, আবার কারও সঙ্গে একেবারেই কথা বলেনি।  অথচ আমরা দেখতে পাচ্ছি, চার্জশিটে সাত শিক্ষকের নামে ১৬১ ধারায় জবানবন্দি দায়ের করা হয়েছে।’

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ‘আমরা পুলিশের কাছে বলিনি বা দাবি করিনি, এমন অনেক মনগড়া তথ্য দিয়ে এই জবানবন্দি সাজানো হয়েছে।  এই ধরনের বিভ্রান্তিকর তথ্য দিয়ে চার্জশিট দাখিল করে পুলিশ এই মামলার সুষ্ঠু তদন্তের দিকে নজর না দিয়ে বরং আমাদের সহকর্মীদের অসম্মানিত ও হেয় করেছে।’

সংবাদ সম্মেলনে বিভাগের সভাপতি ড. প্রদীপ কুমার পান্ডে বলেন, ‘চার্জশিটে সাক্ষী করতে গেলে আমাদের একবার জানানো উচিত ছিল। আর ১৬১ ধারায় জবানবন্দি নিতে হলে স্বাক্ষর নিতে হয়, কিন্তু সেটা করা হয়নি।’

বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘পুলিশ আমাদের না জানিয়ে চার্জশিটে জবানবন্দি উল্লেখ করে অশ্রদ্ধা করেছে। আমাদের রেকর্ড না নিয়ে মনগড়া কথা উল্লেখ করা হয়েছে।’

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা ব্রজ গোপাল কর্মকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এক বছর তদন্ত করে তাদের (সাত শিক্ষক) সঙ্গে কথা বলেই চার্জশিট দেওয়া হয়েছে। আমি একা কথা বলিনি, আমার সঙ্গে সিনিয়র অনেক অফিসার কথা বলেছেন ও তদন্ত করেছেন।’

প্রসঙ্গত, ২০১৬ সালের ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবন থেকে অচেতন অবস্থায় শিক্ষক আকতার জাহানকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসাপতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই দিন তার কক্ষ থেকে একটি ‘সুইসাইড নোট’ উদ্ধার করা হয়। পরদিন ১০ সেপ্টেম্বর মতিহার থানায় আত্মহত্যার প্ররোচণার অভিযোগ এনে মামলা দায়ের করেন তার ছোট ভাই কামরুল হাসান। চলতি বছরের ২৫ আগস্ট একই বিভাগের সহকারী অধ্যাপক আতিকুর রহমান রাজাকে অভিযুক্ত করে চার্জশিট দেন মামলার তদন্ত কর্মকর্তা ব্রজ গোপাল কর্মকার।

এর আগে বেলা সাড়ে ১১টায় চার্জশিটে ‘অসন্তোষ’ প্রকাশ করে ক্যাম্পাসের ‘লিপু চত্বর’ -এ মানববন্ধন করেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। সেখানে বিভাগের শিক্ষকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা এই মৃত্যুর সুষ্ঠু তদন্ত দাবি করে আসছি। এর আগে অনেকবার আমরা রাস্তায় নেমেছি। কিন্তু এক বছর পর যে চার্জশিট দেওয়া হলো, তাতে কল্পকাহিনী উল্লেখ করা হলো। মিথ্যা বানোয়াট তথ্য উপস্থাপন করা হলো। আমরা মনে করছি, সুষ্ঠু তদন্ত আমরা পাইনি।’

আকতার জাহান স্মরণে শোকসভা (ছবি- প্রতিনিধি)

এদিকে, বেলা সাড়ে ১২টার দিকে রবীন্দ্র ভবনের ১২৩ নম্বর কক্ষে শিক্ষক আকতার জাহানের মৃত্যুর এক বছর পূর্তিতে শোকসভা হয়। আকতার জাহানের স্মৃতিকে স্মরণ করে শোকসভায় এক মিনিট নীরবতা পালন করেন শিক্ষক-শিক্ষার্থীরা। পরে সেখানে প্রজেক্টরে শিক্ষক আকতার জাহানের কিছু স্থির-চিত্র দেখানো হয়।

 

/এমএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়