X
মঙ্গলবার, ২১ মে ২০২৪
৭ জ্যৈষ্ঠ ১৪৩১

ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের প্রতিটি শব্দ পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে: আইনমন্ত্রী

রংপুর প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০১৭, ১৬:০৪আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৩৯

রংপুরে আইনমন্ত্রী (ছবি: প্রতিনিধি) আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘ষোড়শ সংশোধনী বাতিলের  রায়ের প্রতিটি শব্দ পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। যতক্ষণ পর্যন্ত রায় নিয়ে পরীক্ষা নিরীক্ষা শেষ না হয় ততক্ষণ আমরা আমাদের পরবর্তী পদক্ষেপের জন্য অপেক্ষা করবো। ৭৯৯ পৃষ্টার রায়ে আমরা কী কী পয়েন্টে রিভিউ এবং এক্সপাঞ্জ চাইবো সেগুলো আগে আমাদের বুঝে নিতে হবে।’

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের উদ্বোধন করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী এসব কথা বলেন। ষোড়শ সংশোধনীর ব্যাপারে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রিভিউ করার বিষয়ে সরকার আগ্রহী নয়, সে জন্য রায়ের সার্টিফায়েড কপি সরকার নিচ্ছে না এমন অভিযোগ  নাকচ করে দিয়ে আনিসুল হক বলেন, ‘আমরা রায়ের কপি নিচ্ছি না কথাটা সত্য নয়। আমরা এটা নেওয়ার প্রক্রিয়া  করছি। শিগগিরই আমরা এটা নিয়ে নেবো।’

মন্ত্রী বলেন, ‘১৯৭২ সালের সংবিধানে উল্লেখ করা ছিল কিভাবে বিচারক নিয়োগসহ অপসারণ করা যাবে। কিন্তু ১৯৭৭ সালে জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতায় এসে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করেন। এ কারণেই সরকার ষোড়শ সংশোধনী করেছিল, বিচারপতিদের অসম্মান করার জন্য নয়।’ রংপুরে আইনমন্ত্রী (ছবি: প্রতিনিধি)

আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যানের পদ শূন্য থাকার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘একজন বিচারপতিকে চেয়ারম্যান করার জন্য নাম প্রস্তাব করে এ সংক্রান্ত ফাইলটি প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। আশাকরি শিগগিরই ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হবে।’

দেড় বছর ধরে রংপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক না থাকার বিষয়ে তিনি বলেন, ‘দ্রুতই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এর আগে মন্ত্রী রংপুর আদালত পাড়ায় এসে পৌঁছালে আইনজীবী, বিচারকসহ বিপুল সংখ্যক মানুষ তাকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে তিনি রংপুর আইনজীবী সমিতি ভবনে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে রংপুর আইনজীবী সমিতির সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, আ্ইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালেক অ্যাডভোকেট, সংরক্ষিত মহিলা আসনের এমপি হোসেনে আরা লুৎফা ডালিয়া।

আরও পড়ুন- 

ষোড়শ সংশোধনী বাতিল: রায়ের সত্যায়িত কপি চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন  

‘আদালত যতবার ষোড়শ সংশোধনী বাতিল করবেন, ততবারই সংসদে পাস করা হবে’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তাইওয়ানকে হুমকি দেওয়া বন্ধ করুন: উইলিয়াম লাই
তাইওয়ানকে হুমকি দেওয়া বন্ধ করুন: উইলিয়াম লাই
২০ ঘণ্টা পর মুক্ত সৈয়দপুরের সেই উপজেলা চেয়ারম্যান প্রার্থী
২০ ঘণ্টা পর মুক্ত সৈয়দপুরের সেই উপজেলা চেয়ারম্যান প্রার্থী
স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করে চলেছে রকমারি ডট কম
স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করে চলেছে রকমারি ডট কম
বিছানায় পড়ে ছিল স্ত্রীর লাশ, ঘরের আড়ায় ঝুলছিলেন স্বামী
বিছানায় পড়ে ছিল স্ত্রীর লাশ, ঘরের আড়ায় ঝুলছিলেন স্বামী
সর্বাধিক পঠিত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
প্রধানমন্ত্রীর নির্দেশ, জানালেন ওবায়দুল কাদেরঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
এ আর রাহমানের মুখে লালন ফকির থেকে শেখ হাসিনা...
কান উৎসব ২০২৪এ আর রাহমানের মুখে লালন ফকির থেকে শেখ হাসিনা...
ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া
ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া