X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

পাথরঘাটা উপজেলা আ.লীগের কমিটি গঠন নিয়ে সংঘর্ষে ২০ জন আহত

বরগুনা প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০১৭, ১৭:০৮আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৭, ১৭:০৮

আ.লীগের দুই গ্রুপের মধ্যে সংঘের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ

বরগুনার পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে বর্ধিত সভা চলাকালে দুই গ্রুপের সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের ২০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে বরগুনা সার্কিট হাউসের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় কেন্দ্রীয় নেতারা সার্কিট হাউসের ভিতরে অবস্থান করছিলেন।

আহতদের মধ্যে অধিকাংশই জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী ফারজানা সবুর রুমকির কর্মী বলে জানা গেছে।

আহতদের মধ্যে কয়েক জনের নাম জানা গেছে। তারা হলেন, জুয়েল (২২), মোহাম্মদ আলী (৫০), মো. গোলাম মোস্তফা (৬০), মো. শেলিম (৪৫), রামিম (৩৩), রাজিব (৩০) রুবেল (২৫), জাহাঙ্গীর (৪৫), রফিক (৬০), শাহিন (৩০), মনির (৬০) স্বপন (৫০)। আহত সবার বাড়ি পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায়। আহতদের মধ্যে রুবেল, শেলিম এবং স্বপনের অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যাক্ষদর্শী ও আহতরা জানান, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাসিম, কেন্দ্রীয় নেতা ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহকে শুভেচ্ছা জানিয়ে পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী ফারজানা সবুর রুমকির নেতৃত্বে একটি মিছিল সার্কিট হাউসে পৌঁছায়। এসময় তাদের হাতে ‘রাজাকারের আস্তানা পাথরঘাটায় হবে না, রাজাকারের সন্তানদের পাথরঘাটা আওয়ামী লীগে ঠাই নাই’ ফেস্টুন দেখে সেখানে উপস্থিত আরেক সভাপতি প্রার্থী বর্তমান সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনের লোকজন তাদের ওপর হামলা করে। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী ফারজানা সবুর রুমকি সাংবাদিকদের বলেন, ‘পাথরঘাটার জনগণ রাজাকার মুক্ত আওয়ামী লীগের কমিটি চায়। তাই তারা কেন্দ্রীয় নেতাদের কাছে তাদের দাবি জানাতে ফেস্টুন নিয়ে মিছিল করে। এ সময় এমপি রিমনের সন্ত্রাসীরা হামলা করে। এতে আমার কম পক্ষে ২০ জন কর্মী আহত হয়েছে। যেহেতু কেন্দ্রী নেতারা এ ঘটনাটি জানেন। সে ক্ষেত্রে তাদের পদক্ষেপের ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বরগুনা ২ আসনের সংসদ সদস্য আলহাজ শওকত হাচানুর রহমান প্রথমে হামলা করার বিষয়টি অস্বীকার করে বলেন,‘রুমকির অনুসারীরা আমার কর্মীদের ওপর অতর্কিতে হামলা করে। এতে আমার বেশ কিছু কর্মী আহত হয়েছেন।’

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএস মাসুদুজ জামান বলেন, ‘পুলিশের সতর্ক অবস্থানের কারণে সংঘর্ষটি ব্যাপক আকার ধারণ করতে পারেনি। এ ঘটনার পর পুলিশ আরও সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কোনও পক্ষই থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

 আরও পড়তে পারেন: অবৈধ মজুদের দায়ে চট্টগ্রামে ৮০ হাজার বস্তা চাল জব্দ

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ