X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

জেলা পরিষদ সদস্যের ওপর হামলা: সাত ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

কুড়িগ্রাম প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৪২আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৫০

কুড়িগ্রাম

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহম্মদ আলী পোদ্দার রতনের ওপর হামলার ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাংগাঠনিক সম্পাদক মেহেদী হাসানসহ সাত ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) রাতে আহাম্মদ আলী পোদ্দার রতনের ছোট ভাই তপন পোদ্দার বাদী হয়ে মামলা দায়ের করেন। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রূহানী এ তথ্য নিশ্চিত করেন।

মেহেদী হাসান ছাড়া মামলার অন্য আসামিরা হলেন- উপজেলা ছাত্রলীগের সদস্য জাহিদ হাসান নয়ন, মজিদুল হক বাবু, ছাত্রলীগ সমর্থক লাকু মিয়া, শাকিল মিয়া, সোহেল রানা ও শিপলু মিয়া।

উপজেলা ছাত্রলীগের সভাপতি এমদাদুল হক মিলন জানান, সাত আসামির মধ্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মেহেদী হাসান, জাহিদ হাসান নয়ন ও মজিদুল ইসলাম বাবুকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

ওসি খন্দকার ফুয়াদ রুহানী বলেন, ‘মামলার সাত আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

এর আগে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা পরিষদের সদস্য রতন সদর ইউনিয়নের মাঝিপাড়ায় এক বিরোধ মীমাংসা করতে যান। সেখানে তার ওপর হামলা করেন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ও তার সাঙ্গপাঙ্গরা। এসময় রতন মাথায় আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাজারীবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
হাজারীবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ব্রাজিলিয়ান মিগেলের গোলে কষ্টে জিতলো কিংস
ব্রাজিলিয়ান মিগেলের গোলে কষ্টে জিতলো কিংস
তীব্র গরমে সুপার লিগে দুই দিন করে বিরতি
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগতীব্র গরমে সুপার লিগে দুই দিন করে বিরতি
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া