X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জঙ্গি মেহেদীর গ্রামের বাড়িতে কেউ থাকে না

পটুয়াখালী প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০১৭, ২২:১৬আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৭, ২২:১৬

ইমাম মেহেদী হাসান ওরফে জিব্রিল জঙ্গি কমান্ডার মেহেদী হাসান ওরফে জিব্রিলের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার রাজাপুর গ্রামে। ওই গ্রামে বসতবাড়ি থাকলেও পরিবারটি কখনওই সেখানে স্থায়ীভাবে বসবাস করেনি। বাউফল থানার এসআই সহিদুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, রাজাপুর গ্রামের বাড়িতে গিয়ে মেহেদীর পরিবারের কোনও সদস্যকে পাওয়া যায়নি। তবে সেখানে টিনের একটি বসতবাড়ি রয়েছে। ওই বাড়িতে কেউ থাকেন না। মেহেদীর বাবা খোরশেদ আলম পুলিশে চাকরি করায় পরিবার নিয়ে বিভিন্ন স্থানে অবস্থান করেন। তাই গ্রামের বাড়িতে মাঝে মাঝে বেড়াতে আসতেন। বরিশাল থেকে চাকরি অবসর পাওয়ার পর তারা ঢাকায় পাড়ি জমান। বড় ভাই ওয়ালীউল্লাহকে ৭-৮ মাস আগে গ্রামে একবার গ্রামে দেখা গেলেও মেহেদীকে দেখা যায়নি।
বাউফল থানার ওসি আযম খান ফারুকি জানান, চার বোন, দুই ভাইয়ের মধ্যে মেহেদী সবার ছোট। পরিবারের সদস্যরা কেউ গ্রামে থাকে না।
প্রসঙ্গত, বুধবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী এলাকার একটি বাড়ি থেকে জঙ্গি মেহেদী হাসানকে গ্রেফতার করে র্যা ব-৩-এর একটি দল। মেহেদী ঢাকার দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করে। বিবিএ সম্পন্ন করার পর কিছুদিন র্যা ম্প মডেল হিসেবে কাজ করে সে। ২০১৫ সালে জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের সঙ্গে যুক্ত হয় সে। এ গ্রুপের দুটি অপারেশন ব্রিগেড রয়েছে। একটি ‘বদর স্কোয়াড ব্রিগেড' ও অন্যটি 'ব্রিগেড আদ্-দার-ই-কুতনী'। এর মধ্যে মেহেদী 'ব্রিগেড আদ্-দার-ই-কুতনীর' কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। এ ব্রিগেডটি বদর স্কোয়াডের ব্যাকআপ হিসেবে কাজ করতো। তার সঙ্গে বাংলাদেশি প্রবাসীদেরও যোগাযোগ ছিল। তার মাধ্যমে অনেক সময় জঙ্গিবাদের অর্থ এসেছে বলে জানা গেছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ