X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নিলাম বন্ধ থাকায় সুন্দরবনে নষ্ট হচ্ছে শত শত নৌকা ও কয়েক লাখ টাকার কাঠ

আবুল হাসান, মংলা
২২ সেপ্টেম্বর ২০১৭, ০৯:৪৪আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৭, ০৯:৪৯

নিলাম বন্ধ থাকায় সুন্দরবনে নষ্ট হচ্ছে শত শত নৌকা ও কয়েক লাখ টাকার কাঠ (ছবি: প্রতিনিধি) আট বছর ধরে নিলাম বন্ধ থাকায় এবং রক্ষণাবেক্ষণের অভাবে সুন্দরবন বিভাগে জব্দ করা লাখ লাখ ঘনফুট সুন্দরী ও পশুর কাঠ পড়ে আছে। একইসঙ্গে নষ্ট হচ্ছে শত শত ইঞ্জিনচালিত ট্রলার ও নৌকা। বনবিভাগও কোটি কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।

সূত্রমতে, সুন্দরবনের পূর্ব বিভাগের চাঁদপাই ও শরনখোলা রেঞ্জের আওতাধীন স্টেশন ও টহল ফাঁড়িগুলোতে লাখ লাখ ঘন ফুট সুন্দরী ও পশুর কাঠ এবং শত শত ইঞ্জিনচালিত ট্রলার ও নৌকা দীর্ঘদিন ধরে পড়ে আছে। সংশ্লিষ্টদের উদাসীনতা ও আইনি জটিলতায় ২০০৯ সাল থেকে এগুলো নিলামে তোলা যাচ্ছে না।

সূত্র আরও  জানায়, বনবিভাগ বিভিন্ন সময় অভিযান চালিয়ে বনের ভেতর ও সংলগ্ন এলাকা থেকে চোরাকারবারিদের ব্যবহৃত ট্রলার ও নৌকা আটক করে থাকে। সুন্দরবনের চাঁদপাই ও শরনখোলা রেঞ্জের ঢাংমারী, চাঁদপাই, জিউধরা, শরনখোলার বগি, সুপাতি ও দুবলা ফরেস্ট স্টেশনে জব্দ পাঁচ শতাধিক নৌকা ও ট্রলার রয়েছে। আর সুন্দরবনের পশ্চিম বিভাগে জব্দ নৌযানের সংখ্যা এর প্রায় দ্বিগুণ। অযত্ম-অবহেলায় এসব ট্রলার ও নৌকা নষ্ট হয়ে যাচ্ছে। এসব ট্রলার ও নৌকা এখন স্টেশন ও টহল ফাঁড়ির বনরক্ষীদের কাছে অনেকটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। নিলাম বন্ধ থাকায় নষ্ট হয়ে শত শত নৌকা ও লাখ লাখ টাকার কাঠ (ছবি: প্রতিনিধি)

চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. নুরুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঢাংমারী, চাঁদপাই ও জিউধরা স্টেশনের আওতাধীন টহল ফাঁড়িতে অন্তত ২৮৩টি নৌকা ও ট্রলার আটক রয়েছে। এর মধ্যে ৫০টি ইঞ্জিনচালিত ট্রলার রয়েছে।’

এসব ট্রলার ও নৌকা নিলামে তুললে বনবিভাগের লাখ লাখ টাকা রাজস্ব আয় হতো। জব্দ ট্রলার ও নৌকাগুলো নিলামে বিক্রি করলে চোরাকারবারি চক্রের সদস্যরা কমমূল্যে কিনে তা আবার চোরাচালান কাজে ব্যবহার করবে এমন ধারণা বনবিভাগের। আর এ কারণে আটক ট্রলার ও নৌকাগুলো নিলামে বিক্রি করা হচ্ছে না বলে বাংলা ট্রিবিউনকে জানান চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা মো. মেহেদীজ্জামান। তিনি আরও বলেন, ‘২০০৯ সাল থেকে সুন্দরী ও পশুর কাঠের নিলাম বন্ধ রয়েছে। নিলামের সুযোগে অবৈধভাবে গাছ কাটা ও কাঠ পাচারের প্রবণতা বেড়ে যেতে পারে সন্দেহে সরকার এই সিদ্ধান্ত নেয়।’  

জব্দ সুন্দরী ও পশুর কাঠ নিলামে বিক্রির অনুমতি দিলে সরকার প্রতিবছর বিপুল পরিমাণ রাজস্ব পেতে পারে বলে জানান সংশ্লিষ্টরা। কিন্তু নিলাম বন্ধ থাকায় এগুলো পড়ে থেকে নষ্ট হয়ে যাচ্ছে।

আরও পড়ুন- পূজার আনন্দ আমার পরিবারে নাই: রসরাজ দাস


/এএম/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
বাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
গ্লোবাল স্কিলস ফোরামে বক্তারাবাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা