X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

রাজশাহীতে মাছ ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

রাজশাহী প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৩০আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৩০

রাজশাহীতে মাছ ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার রাজশাহীর পবা উপজেলায় শাহাবুল ইসলাম (৩২) নামে এক মাছ ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার দারুশা ইউনিয়নের কৈকুড়ি এলাকার রাস্তার পাশ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে মাইক্রোবাসে করে তুলে নিয়ে গিয়ে গলাকেটে হত্যার পর তার লাশ রাস্তার পাশে ফেলে যায় দুর্বৃত্তরা।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী বাংলা ট্রিবিউনকে জানান, নিহত শাহাবুল ইসলাম রাজশাহী নগরীর রাজপাড়া থানার হড়গ্রাম ইউনিয়নের কাশিয়াডাঙ্গা ফেরতাপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে। শাহাবুল পুকুরে মাছ চাষ ও জমি কেনা-বেচার ব্যবসা করতো।

শাহবুলের পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি পরিমল কুমার চক্রবর্তী বলেন, বৃহস্পতিবার রাত ১০ থেকে ১১টার মধ্যে একটি মাইক্রোবাসে করে কে বা কারা তাকে কাশিয়াডাঙ্গা মোড় থেকে তুলে নিয়ে গোদাগাড়ীর দিকে চলে যায়। শুক্রবার সকালে স্থানীয় লোকজন রাস্তার পাশে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ওসি আরও বলেন, জিন্সের প্যান্ট ও টি-শার্ট পরা ওই যুবকের পকেটে আট হাজার টাকা পাওয়া গেছে। লাশের মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। যেখান থেকে লাশ উদ্ধার করা হয়েছে সেখানে কোনও রক্ত পড়ে থাকতে দেখা যায়নি। এ থেকে ধারণা করা হচ্ছে অন্য কোথাও গলাকেটে হত্যার পর লাশ সেখানে ফেলে যাওয়া হয়েছে। লাশ শনাক্তের পর ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

পবার হড়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, জমি কেনা-বেচা নিয়ে কয়েকজনের সঙ্গে শাহাবুলের বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
বুয়েটে মধ্যরাতে ছাত্রলীগের প্রোগ্রাম, ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের
বুয়েটে মধ্যরাতে ছাত্রলীগের প্রোগ্রাম, ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের
শিশুশিক্ষার্থীকে বেধড়ক মারপিট, মাদ্রাসাশিক্ষক আটক
শিশুশিক্ষার্থীকে বেধড়ক মারপিট, মাদ্রাসাশিক্ষক আটক
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা