X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

সু চিকে বিশ্ব সন্ত্রাসী আখ্যায়িত করার দাবি ইসলামী ঐক্যজোটের

চট্টগ্রাম ব্যুরো
২২ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৪৩আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৭, ২০:১৬

 

চট্টগ্রামে ইসলামী ঐক্যজোটের বিক্ষোভ (ছবি- চট্টগ্রাম ব্যুরো) মিয়ানমার সরকারের উপদেষ্টা অং সাং সু চি’র নোবেল পুরস্কার প্রত্যাহার করে তাকে বিশ্ব সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করার দাবি জানিয়েছেন ইসলামী ঐক্যজোট চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি মইনুদ্দিন রুহী। শুক্রবার (২২ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে দুপুর ২টায় আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এ দাবি জানান। ইসলামী ঐক্যজোট কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সংগঠনটির চট্টগ্রাম মহানগর কমিটি এই বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করে।

মইনুদ্দিন রুহী বলেন, ‘জালেম সু চি ওইদিন জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, আরাকানের মুসলমানরা কেন পালিয়ে যাচ্ছে তিনি জানেন না। ধিক্কার জানাই অং সাং সুচিকে, আপনি মিথ্যাচার করছেন, জাতির সঙ্গে মিথ্যা কথা বলছেন। আপনি গোটা দুনিয়ার মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন। আপনি কেন জানেন না, আপনার দেশে সেনাবাহিনীর মদদে উগ্র বৌদ্ধরা নির্যাতিত মুসলমানদের নির্বিচারে হত্যা করছে?’

তিনি বলেন, ‘আপনি বিশ্বের সর্বসেরা মিথ্যাবাদি হিসেবে আখ্যায়িত হয়েছেন। আজকের এই সমাবেশ থেকে দাবি জানাই, অং সাং সু চির নোবেল পুরস্কার প্রত্যাহার করে তাকে বিশ্ব সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করা হোক। গণহত্যার দায়ে তাকে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি করা হোক। আন্তর্জাতিক আদালতে তার বিচার করতে হবে।’

চট্টগ্রামে ইসলামী ঐক্যজোটের বিক্ষোভ মিছিল (ছবি- চট্টগ্রাম ব্যুরো) হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিবের দায়িত্বে থাকা ইসলামী ঐক্যজোটের এই নেতা আরও  বলেন, ‘আমরা দাবি জানাই অনতিবিলম্বে আরাকানের এই নির্যাতিত মুসলমানদের নাগরিকত্ব দিতে হবে, তাদের নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে আবাস্থলে ফিরিয়ে নিতে হবে।’

বিক্ষোভ সমাবেশে ইসলামী ঐক্যজোটের মহানগর সেক্রেটারি আ. ন ম ওবায়দুল্লাহ,  সহ সভাপতি জয়নাল আবেদিন কতুবী, যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ জহুরসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

পরে সমাবেশ শেষে বেলা আড়াইটার দিকে আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদের সামনে থেকে একটি মিছিল বের করেন ঐক্যজোটের নেতাকর্মীরা। মিছিলটি লালদিঘি ময়দানে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন:

রাখাইনের তমব্রু এখনও জ্বলছে (ভিডিও)

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া