X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

কাশিমপুর কারাগারে পাঁচ কারারক্ষী সাময়িক বহিষ্কার

গাজীপুর প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০১৭, ২০:২৩আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৭, ২০:২৩

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার (ফাইল ছবি) মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে গাজীপুরের কাশিমপুর কারাগার-১, কারাগার-২ ও হাইসিকিউরিটি কারাগারের পাঁচ কারারক্ষীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষরা বিষয়টি নিশ্চিত করেছেন।

কাশিমপুর কারাগার-১ এর জেলসুপার সুব্রত কুমার বালা জানান, বৃহস্পতিবার কাশিমপুর কারা কমপ্লেক্সের ভেতর কারারক্ষী মুস্তাকিনের (নম্বর-১৩১০৪) বাসা থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সে মাদক সেবনের সঙ্গে জড়িত থাকায় তাকে বহিষ্কার করা হয়েছে। তবে তার বিরুদ্ধে মামলা হয়নি।

হাইসিকিউরিটি কারাগারের জেলার বিকাশ রায়হান জানান, মাদক সেবনের অভিযোগ পাওয়ায় কারারক্ষী রকিবুল (নম্বর-১২৪৬৯), কারারক্ষী আল-মামুন (নম্বর-১৩৭২৩) এবং কারারক্ষী মজনু মিয়াকে (নম্বর-১১৯১৬) সাময়িক বহিষ্কার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিল।

এ ব্যাপারে কাশিমপুর কারাগার-২ এর জেলসুপার প্রশান্ত কুমার বনিক জানান, বৃহস্পতিবার কয়েদী শহিদুল ইসলামের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় কারারক্ষী আজিজার রহমান (নম্বর-১৩৮২৯) ইয়াবা ট্যাবলেটগুলো দিয়েছে। পরে কারা কমপ্লেক্সের ভেতর আজিজার রহমানের বাসা তল্লাশি করে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ও কারারক্ষী আজিজারকে জয়দেবপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। কারাগারের ভেতর মাদক ব্যবসার অভিযোগে কারারক্ষী আজিজারকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় জয়দেবপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

জয়দেবপুর থানার কোনাবাড়ী পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হামিদুর রহমান জানান, কাশিমপুর কারাগার-২ এর ভেতর থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কারারক্ষী আজিজার রহমানকে (নম্বর ১৩৮২৯) আটক করে পুলিশের কাছে সোপর্দ করে কারা কর্তৃপক্ষ। এ ব্যাপারে বৃহস্পতিবার রাতে জয়দেবপুর থানায় একটি মাদক মামলা হয়েছে।

আরও পড়ুন:

বগুড়ায় ঘর থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে হত্যা

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
দক্ষিণ লেবাননে ‘আক্রমণাত্মক পদক্ষেপ’ নিচ্ছে ইসরায়েল
দক্ষিণ লেবাননে ‘আক্রমণাত্মক পদক্ষেপ’ নিচ্ছে ইসরায়েল
চট্টগ্রাম বন্দর দিয়ে ৯ মাসে ৪৩৫৫ কোটি ডলারের পণ্য রফতানি
চট্টগ্রাম বন্দর দিয়ে ৯ মাসে ৪৩৫৫ কোটি ডলারের পণ্য রফতানি
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা