X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আশুলিয়ায় বসতবাড়িতে আগুন, দগ্ধ ৪

সাভার প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০১৭, ২২:০৩আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৭, ২২:১২

আগুনে পুড়ে যাওয়া বাড়ি (ছবি- প্রতিনিধি)

সাভারের আশুলিয়ায় শ্রমিকপল্লির এক বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় নারী ও শিশুসহ একই পরিবারের চার জন দগ্ধ হয়েছেন; এছাড়াও আহত হয়েছেন আরও পাঁচ জন। শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার কাদের মুহুরীর বাড়িতে এ ঘটনা ঘটে।

আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন।

আগুনে দগ্ধরা হলেন- নাসিমা বেগম ও তার আট বছরের শিশু সন্তান নাদিম, বোন সান্তা ও বোনের স্বামী সোহেল রানা। দগ্ধদের মধ্যে নাসিমা, নাদিম ও সোহেল রানার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে আনা হয়েছে।

স্থানীয়দের বরাতে ফায়ার সার্ভিস সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার কাদের মুহুরীর বাড়ির একটি কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আগুন ওই বাড়ির অন্য কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিয়ে আশপাশের বিভিন্ন উৎস থেকে পানি সংগ্রহ করে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

সূত্র আরও জানায়, ওই সময় বাড়ির একটি কক্ষে আটকা পড়ায় চার জন দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাশের নারী ও শিশু হাসপাতালে ভর্তি করে। এর মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে আনা হয়। এছাড়া এ ঘটনায় আহত হন আরও পাঁচ জন।

দগ্ধদের একজন (ছবি- প্রতিনিধি)

সূত্র জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তবে এর মধ্যে আগুন পাশের ফজলুল হকের বাড়িতেও ছড়িয়ে পড়ে। তবে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, আগুনে শ্রমিকপল্লির দুই বাড়ির ২০টি কক্ষ পুড়ে গেছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তিনি কিছু জানাতে পারেনি।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা