X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

রাজশাহীতে পৃথক দুর্ঘটনায় দুই জন নিহত

রাজশাহী প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০১৭, ০৮:০১আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ০৮:০৪

রাজশাহীতে দুর্ঘটনার পর জব্দ করা কাভার্ডভ্যান রাজশাহীতে পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। মহানগরীর কাটাখালী এলাকায় সড়ক দুর্ঘটনায় ফারুক হোসেন (১৬) নামের এক কিশোর নিহত হন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রেললাইনে ট্রেনে কাটা পড়ে  মারা যান অজ্ঞাত এক ব্যক্তি। রাজশাহী নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, শুক্রবার দুপুর দেড়টার দিকে কাটাখালী বাজারে ঢাকা থেকে রাজশাহীগামী আহমেদ পার্সেল সার্ভিসের একটি কাভার্ড ভ্যান ফারুক হোসেনকে ধাক্কা দেয়। এতে ফারুক গুরুতর আহত হন। পরে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ফারুক বেলঘরিয়া এলাকার জাহিদুল হকের ছেলে। তিনি কাটাখালী বাজারের একটি দোকানে কাজ করতেন।

ওসি মেহেদি হাসান আরও জানান, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি পালিয়ে গিয়েছিল। পরে রাজশাহী শহরের একটি তেল পাম্প থেকে গাড়িটি জব্দ করা হয়। তবে গাড়ির চালক পালিয়ে গেছেন। লাশের ময়নাতদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রেললাইন থেকে ট্রেনে কাটা পড়া এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে ঈশ্বরদী থেকে রহনপুরগামী আইআর ট্রেনে এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করছেন রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন।

ওসি আরও বলেন, সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজারের দুইশ গজ পূর্বে রেললাইন থেকে লাশটি উদ্ধার করে। আনুমানিক ৪০ বছর বয়সী পরিচয়হীন ব্যক্তি সকাল ৬টা ৫ মিনিটের দিকে ঈশ্বরদী থেকে রহনপুরগামী আইআর ট্রেনে কাটা পড়েন বলে ধারণা করা হচ্ছে। লাশটির পরিচয় কেউ শনাক্ত করতে পারেনি। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দুই প্রধান বিচারপতির সাক্ষাৎ
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দুই প্রধান বিচারপতির সাক্ষাৎ
কেনাকাটার একাল-সেকাল
অনলাইন শপিংকেনাকাটার একাল-সেকাল
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের