X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ফতুল্লায় গৃহবধূ নির্যাতন, স্বামীসহ আটক ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০১৭, ১০:৫৮আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ১১:০২

নির্যাতনের পর গৃহবধূর চুল কেটে দিয়েছে তার স্বামী ও শ্বশুড়বাড়ির লোকজন

নারায়ণগঞ্জের ফতুল্লায় যৌতুকের দাবিতে গৃহবধূ তানিয়া আক্তারকে নির্যাতনের পর মাথার চুল কেটে দিয়েছে তার স্বামী, দেবর ও শ্বশুর-শাশুড়ি। শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকালে তানিয়াকে শারীরিকভাবে নির্যাতন করার পর চুল কেটে দেওয়া হয়। তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন পাওয়া গেছে। ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন এসব তথ্য জানান।

ওসি বলেন, ‘শুক্রবার দুপুরে স্থানীয়দের সহায়তায় পাগলা শাহী বাজার নিশ্চিন্তপুরের স্বামীর বাড়ি থেকে নির্যাতিত গৃহবধুকে উদ্ধার করে পুলিশ। আটক করা হয় স্বামী, শ্বাশুড়ি, দেবরকে।’ আটককৃতরা হলো- ওই গৃহবধু তানিয়া আক্তারের স্বামী নয়ন মিয়া (৩০), শাশুড়ি হাওয়া বেগম (৫০) ও দেবর ওসমান (২৮)।

গৃহবধূ তানিয়ার পরিবারের অভিযোগ, এক লাখ টাকা যৌতুকের দাবিতে মারধর করে চুল কেটে দেওয়া হয়েছে তানিয়ার।

এলাকাবাসী ও পুলিশ জানায়, গত ছয় মাস আগে শরীয়তপুর জেলার জাজিরা থানা এলাকার দিনমজুর আবুল হোসেনের মেয়ে তানিয়া আক্তারের (১৯) সঙ্গে জালাল সিকদারের ছেলে নয়ন মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে এক লাখ টাকা যৌতুকের দাবিতে গৃহবধূ তানিয়া আক্তারকে তার স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন নির্যাতন করে আসছিল। গত বৃহস্পতিবার রাতে গৃহবধূ তানিয়াকে তার স্বামী নয়ন মিয়া মারধর করে বাসা থেক বের করে দেয়। এসময় প্রতিবেশীদের চাপে তানিয়াকে আবারও ঘরে তুলে নেয় তার স্বামী। শুক্রবার সকালে নয়ন মিয়া তার মা ও ভাইকে সঙ্গে নিয়ে নিজ স্ত্রীকে মারধর করে চুল কেটে দেয়। তখন ওই গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা এসে তানিয়াকে উদ্ধার করে এবং তার স্বামীসহ তিন জনকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। এসময় কৌশলে পালিয়ে যায় শ্বশুর শাহজালাল সিকদার।

তবে গৃহবধুর শ্বাশুড়ি হওয়া বেগম জানান, তানিয়া আক্তারকে জিনে ধরেছে। জিনের আছর সারাতে তার চুল কাটা হয়েছে। 

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনের অন্তত ৭টি প্যাট্রিয়ট সিস্টেম প্রয়োজন: ন্যাটোকে জেলেনস্কি
ইউক্রেনের অন্তত ৭টি প্যাট্রিয়ট সিস্টেম প্রয়োজন: ন্যাটোকে জেলেনস্কি
শিশু হাসপাতালে তিন দিনের ব্যবধানে দুবার আগুন!
শিশু হাসপাতালে তিন দিনের ব্যবধানে দুবার আগুন!
ব্যাংককে চীনের দাবাড়ুকে হারালেন মনন
ব্যাংককে চীনের দাবাড়ুকে হারালেন মনন
ব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
এনার্জি মাস্টার প্ল্যান সংশোধনের দাবিব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান