X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

হিলি স্থলবন্দরে চীনা প্রতিনিধি দল, কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক

হিলি প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৭:১২আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৭:১২

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে আমদানি- রফতানি কার্যক্রম পরিদর্শন করছে চীনা প্রতিনিধি দল। শনিবার সকালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দ্বিতীয় সচিব রিয়াজুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলটি বন্দর ঘুরে দেখে।

হিলি স্থলবন্দরে চীনা প্রতিনিধি দল প্রতিনিধি দলটি হিলি স্থলবন্দরের পানামা হিলি পোর্ট লিংক লিমিটেড কার্যালয়ে যান। এসময় তাদের হিলি স্থল শুল্ক স্টেশন ও পানামা হিলি স্থলবন্দর কর্তৃপক্ষ শুভেচ্ছা জানান। পরে প্রতিনিধি দল হিলি স্থলবন্দরের ভেতরে পণ্য আমদানি-রফতানি কার্যক্রমসহ বন্দরের ভেতরের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং বন্দরের ভেতরে পণ্য স্কানিং মেশিন বসানোর জন্য সম্ভাব্য স্থান পরিদর্শন করেন।

এছাড়া প্রতিনিধি দলটি হিলি সীমান্তের শুন্য রেখার পার্শ্বে অবস্থিত কাস্টমসের ব্যাগেজ কার্যক্রম পরিদর্শন ও সেখানেও ব্যাগেজ ও প্যাসেঞ্জার স্ক্যানিং মেশিন বসানোর জন্য সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। পরে হিলি শুল্ক স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে দুপুর দেড়টায় স্থলবন্দর এলাকা ত্যাগ করেন।

এসময় হিলি স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার মো. মশিয়ার রহমান মণ্ডল, রাজস্ব কর্মকর্তা ফখর উদ্দিন, পানামা হিলি পোর্টে সহকারী ব্যবস্থাপক অশিত কুমার স্যানাল, জনসংযোগ বিষয়ক কর্মকর্তা সোহরাব হোসেন উপস্থিত ছিলেন।

হিলি স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার মো.মশিয়ার রহমান মণ্ডল বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করে জানান, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে দ্বিতীয় সচিব রিয়াজুল ইসলামের নেতৃত্বে চারজনের একটি প্রতিনিধি দল হিলি স্থলবন্দর পরিদর্শনে এসেছিলেন। বাংলাদেশের যতো এলসি স্টেশন ও কাস্টমস হাউজ রয়েছে সবগুলোতে তারা আমদানি রফতানিকৃত পণ্য স্ক্যানিং মেশিন, ব্যাগেজ ও প্যাসেঞ্জার স্ক্যানিং মেশিন স্থাপন করবেন। সেই লক্ষ্যে তারা আজ হিলি স্থলবন্দর পরিদর্শনে এসেছিলেন এবং বন্দরের অবস্থা পরিদর্শন করেছেন।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিএনপি যে কোনও উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে’
‘বিএনপি যে কোনও উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে’
ফেসবুকে নিজের সমালোচনা দেখে হাসি পায় সাকিবের
ফেসবুকে নিজের সমালোচনা দেখে হাসি পায় সাকিবের
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
নাগরিক জীবনের সব ক্ষেত্রে পুলিশের অবস্থান রয়েছে: ডিএমপি কমিশনার
নাগরিক জীবনের সব ক্ষেত্রে পুলিশের অবস্থান রয়েছে: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না