X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনা মাদার অব হিউম্যানিটি: কাজী নাবিল

যশোর প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৭:১০আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৩৭

জেলা শ্রমিক লীগের সম্মেলনে কাজী নাবিল এমপি (ছবি: প্রতিনিধি)

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মাদার অব হিউম্যানিটি বলে আখ্যায়িত করেছেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। তিনি বলেন, ‘মিয়ানমার থেকে ব্যাপক হারে রোহিঙ্গারা আসছে। তাদের থাকা, খাওয়া-দাওয়া ও চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিবেশী রাষ্ট্রগুলো এই পরিস্থিতিতে সীমানা বন্ধ রাখলেও আমাদের প্রাণপ্রিয় নেত্রী সীমান্ত খুলে দিয়েছেন। সে কারণেই তিনি মাদার অব হিউম্যানিটি।’ শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে যশোর কেন্দ্রীয় ঈদগাহে আয়োজিত জেলা শ্রমিক লীগের দ্বি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংক্ষিপ্ত বক্তৃতায় কাজী নাবিল আহমেদ বলেন, ‘মহান জাতীয় সংসদে শ্রমনীতি করা হয়েছে। এর ফলে দেশের বিপুল জনসংখ্যাক জনশক্তিতে রূপান্তরিত হবে। বিশ্বের শ্রমবাজারে আমাদের শ্রমশক্তির চাহিদা বাড়ছে।’

প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য পীযুষ কান্তি ভট্টাচার্য বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার উদারতায় পাঁচ লক্ষাধিক রোহিঙ্গা নারী, পুরুষ, শিশু বাংলাদেশে আশ্রয় পেয়েছে। তার মহানুভবতায় সেইসব অসহায় মানুষের খাদ্য, চিকিৎসা আর থাকার ব্যবস্থা করা হয়েছে। তিনি কাউকেই ফেরত পাঠাননি।’ তিনি বলেন, ‘শোষণ, নির্যাতন, বঞ্চনা আর নিপীড়নের হাত থেকে বাঙালিকে রক্ষা করতে পাকিস্তানকে বিদায় জানিয়ে মহান মুক্তিযুদ্ধের ঘোষণা দেন বঙ্গবন্ধু। সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম স্বপ্ন ছিল, এদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলা। স্বাধীনতা-পরবর্তী যুদ্ধবিধ্বস্ত দেশে তিনি যখন দেশগড়ার মহান ব্রত নিয়ে এগুচ্ছিলেন, সেই সময় পরাজিত শক্তি ও তাদের দোসররা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে।’

যশোর জেলা শ্রমিক লীগের দ্বি-বার্ষিক সম্মেলন (ছবি: প্রতিনিধি)

বাংলাদেশের ইতিহাস মানেই আওয়ামী লীগের ইতিহাস বলে মন্তব্য করে পীযুষ কান্তি ভট্টাচার্য বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বেই এদেশের মানুষের মুক্তি আসবে। বিএনপি-জামায়াত দিয়ে এদেশের মানুষের কল্যাণ সম্ভব নয়। বাংলাদেশকে অস্থিতিশীল করতে খালেদা জিয়া লন্ডনে তার ছেলের কাছে গিয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।’

এর আগে সকালে জাতীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক কবুতর ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি ফজলুল হক মন্টু।

জেলা শ্রমিক লীগের সভাপতি কাজী আব্দুস সবুর হেলালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সিরাজ, শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সহ-সভাপতি এসএম কামরুজ্জামান চুন্নু, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ, কেন্দ্রীয় সদস্য বিএম জাফর, জেলা আওয়ামী লীগের সেক্রেটারি শাহীন চাকলাদার, জেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারি আনোয়ার হোসেন বিপুল, জেলা ছাত্রলীগ সভাপতি রওশন ইকবাল শাহী প্রমুখ।

আরও পড়ুন- রোহিঙ্গা নিয়ে কোনও ধরনের উসকানিতে সরকার প্ররোচিত হবে না: ওবায়দুল কাদের

/এফএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া