X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বজ্রাঘাতে ১০ জনের মৃত্যু

দিনাজপুর ও নীলফামারী প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৯:০৭আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৯:২৭

বিরলে বজ্রাঘাতে পাঁচজনের মৃত্যু (ছবি: প্রতিনিধি) বজ্রাঘাতের পৃথক ঘটনায় দিনাজপুরে ৯ জনসহ অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দিনাজপুরে কৃষিজমিতে কাজ করার সময় মারা গেছেন পাঁচ জন। জেলায় বজ্রপাতের পৃথক ঘটনায় আরও চারজনের মৃত্যু হয়েছে। নীলফামারিতে বজ্রাঘাতে একজন মারা গেছেন। 

দিনাজপুরের বিরল, চিরিরবন্দর, বোচাগঞ্জ, খানসামায় বজ্রাঘাতের পৃথক ঘটনায় চার নারীসহ ছয় জন মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত সাত জন। আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,  শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বিরল উপজেলার আজিমপুর ইউনিয়নের রাজারামপুর গ্রামে বজ্রাঘাতে এক নারীসহ পাঁচ কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আহত হন আরও সাত কৃষি শ্রমিক। স্থানীয়রা জানান, জমিতে কাজ করার সময় দুপুর ২টার দিকে বজ্রবৃষ্টি শুরু হয়। এসময় জমির মাঠে বিশ্রাম নেওয়ার জন্য খড়ের তৈরি ছোট একটি কুঁড়ে ঘরে আশ্রয় নেন ১২ জন। এসময় ওই ঘরের ওপর বজ্রপাত হলে আগুন ধরে ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। ওই ঘরে আশ্রিতদের মধ্যে পাঁচ শ্রমিক নিহত হন। বিরলে বজ্রাঘাতে পাঁচজনের মৃত্যু (ছবি: প্রতিনিধি)

নিহতরা হলেন- দিনাজপুরের সদর উপজেলার মহাদেবপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে মেসের আলী (৩৬), একই এলাকার মৃত মোস্তাক আহমেদের ছেলে শুকুউদ্দিন (৪০), বিরল উপজেলার আজিমপুর ইউনিয়নের রাজারামপুর এলাকার মৃত হরিপদ রায়ের ছেলে কুশন চন্দ্র রায় (১৭) ও তার বড় বোন বনিতা রায় (৩০) এবং একই এলাকার মুক্তি রানী রায় ((৪৭)। এসময় আহত কৃষি শ্রমিক শুকুমার রায়, মল্লিক রায়, জ্যোছনা রানী, বলিরাম সাইদুল এবং ললিতের শরীর ঝলসে গেছে। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়াও শনিবার ভোররাত ৩টার দিকে চিরিরবন্দর উপজেলার সাইতালা ইউনিয়নের চকরামপুর গ্রামে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। স্থানীয়রা জানান, বজ্রবৃষ্টির সময় গোয়ালঘরে গরুকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টার সময় বজ্রাঘাতে শহিদুল ইসলামের স্ত্রী হালিমা বেগম মারা যান। এসময় তার গরুটিও মারা গেছে। বিরলে বজ্রাঘাতে স্বামীকে হারিয়ে স্ত্রীর আহাজারি (ছবি: প্রতিনিধি)

বিরল উপজেলার মখলেসপুর জয়হার গ্রামে নদীতে মাছ ধরার সময় বজ্রাঘাতে সাকিবুল হাসান সোহাত (১২) নামে এক শিশুর মৃত্যু হয়। সে ওই এলাকার হেলাল উদ্দিনের ছেলে। দুপুরে নদীতে মাছ ধরার সময় এই ঘটনা ঘটে।

দিনাজপুরের বোচাগঞ্জে বজ্রপাতে গীতা রানী (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। নিহত গীতা রানী উপজেলার মালতগাঁও এলাকার নারায়ন চন্দ্র রায়ের স্ত্রী। বোচাগঞ্জ থানার ওসি আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানান, দুপুরে স্বামী ও স্ত্রী মিলে মাঠে মাছ ধরছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় ঘটনাস্থলেই গীতা রানী রায় মারা যান।

অপরদিকে জেলার খানসামা উপজেলার কাশিমনগর এলাকায় বজ্রপাতে দ্বীনবন্ধু রায় (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। নিহত দ্বীনবন্ধু ওই এলাকার সত্যেন্দ্রনাথ রায়ের ছেলে। এলাকাবাসী জানান, সকালে গরু নিয়ে মাঠে যাওয়ার সময় বজ্রপাতের ঘটনা ঘটলে তিনি মারা যান।

এদিকে নীলফামারির ডিমলায় বজ্রাঘাটে গোলজার রহমান (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। শনিবার সকালে বালা পাড়া ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া গ্রামের নয়াবাজার এলাকায় বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এসময় তিনি বাড়ির পাশে জমিতে কারেন্ট জাল (ফাঁস জাল) দিয়ে মাছ ধরছিলেন। ঠিক তার ওপরই বজ্রপাত হয় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিহত গোলজার উপজেলা বালা পাড়া ইউনিয়নের দক্ষিন বালা পাড়া গ্রামের মৃত আনছার আলীর ছেলে।

আরও পড়ুন- রোহিঙ্গাদের গ্রামগুলো এখন মগদের দখলে (ভিডিও)

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা