X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সাতকানিয়া-লোহাগাড়ায় আটক ১৪ রোহিঙ্গাকে ক্যাম্পে ফেরত

চট্টগ্রাম ব্যুরো
২৩ সেপ্টেম্বর ২০১৭, ২২:৪৪আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ২২:৫০

রোহিঙ্গা ক্যাম্প (ফাইল ছবি)

চট্টগ্রামের দুই উপজেলা থেকে একই পরিবারের চার জনসহ ১৪ রোহিঙ্গাকে আটক করে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে পাঠিয়েছে পুলিশ। শুক্রবার (২২ সেপ্টেম্বর) দিনগত রাতে সাতকানিয়ার কেওচিয়া ইউনিয়নের বরুমচড়া এলাকা থেকে চার জন ও শনিবার (২৩ সেপ্টেম্বর) লোহাগাড়ার বিভিন্ন এলাকা থেকে আরও ১০ জন রোহিঙ্গাকে আটক করা হয়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হোসেন ও লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

সাতকানিয়ায় আটক হওয়া রোহিঙ্গারা হলেন- মিয়ানমারের মংডুর শীলখালী এলাকার বাসিন্দা মো. আনোয়ার (২৩), তার ভাই মো. আজিজ (২০), তাদের মা নূর বেগম (৪৫) ও তাদের বোন নাঈমা বেগম (১৫)।

ওসি রফিকুল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কয়েক জন রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে বরুমছড়ায় আশ্রয় নিয়েছেন -এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় শুক্রবার দিনগত রাতে গিয়ে তাদের আটক করে পুলিশ। পরে শনিবার সকালে তাদের কুতুবপালং ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, ‘এর আগে শুক্রবার সকালে কালিয়াইশ ইউনিয়নের বিওসি মোড় থেকে আরও ১৫ রোহিঙ্গাকে আমরা আটক করি। তাদের ওই দিনই কুতুবপালং ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়। এ নিয়ে গত দুই দিনে সাতকানিয়া থানার পুলিশ ১৯ জন রোহিঙ্গাকে আটক করে কুতুবপালং ক্যাম্পে পাঠিয়েছে।’

লোহাগাড়া থেকে আটক হওয়া রোহিঙ্গারা হলেন- রোজিনা (১৩), মো. শাকের (২০), আব্দুল জলিল (৫০), দুদু মিয়া (৪০), মো. সলিম (১৪), রশিদ আহমেদ (৩২), মো. জমির (৭), আজহার হোসেন (৪৪), রহমতুল্লাহ (৩০) ও আনোয়ার (১৬)। এরা মিয়ানমারের আকিয়াব অঞ্চলের বিভিন্ন গ্রামের বাসিন্দা।

এসআই জহিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চট্টগ্রাম-কক্সবাজার সড়কে চেকপোস্ট বসিয়ে চার জন রোহিঙ্গাকে আটক করা হয়। বাকি ছয় জনকে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার একাধিক এলাকা থেকে আটক করা হয়। তাদের শনিবার বিকালে কুতুপালং ক্যাম্পে পৌঁছে দেওয়া হয়েছে।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ