X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণসহ সব কাজে শৃঙ্খলার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী

কক্সবাজার প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০১৭, ০২:৪০আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ১০:৫৫
image

 

রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণসহ সব কাজে শৃঙ্খলার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পুরোদমে কাজ করছেন সেনাবাহিনীর সদস্যরা। উখিয়ার কুতুপালং, বালুখালী ও টেকনাফ নয়াপাড়া সহ বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান নিয়েছেন ৩৬ বীর, ২৪ বেঙ্গল ও ৬৩ বেঙ্গল নামে ৩টি টিমের টিমের সদস্যরা। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেন তারা। সব কাজে শৃঙ্খলা বজায় রাখা এবং গতি আনাই তাদের মূল লক্ষ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

কক্সবাজার জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ, ত্রাণ ও শেড নির্মাণ কাজে সহায়তা করছে সেনাবাহিনী। কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, রোহিঙ্গা ক্যাম্পে শনিবার (২৩ সেপ্টেম্বর) থেকে কাজ শুরু করেছেন সেনাবাহিনীর সদস্যরা। রোহিঙ্গা সংকট মোকাবেলায় সেনাবাহিনী ছাড়াও পুলিশ, র‌্যাব, বিজিবিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছেন। রোহিঙ্গাদের একটি নির্দিষ্ট জায়গায় একত্রিত করতে সবার সহযোগিতা চেয়েছেন তিনি। 

কক্সবাজার জেলা প্রশাসন সূত্র জানায়, শনিবার থেকে সেনাবাহিনীর সদস্যরা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সুষ্ঠু ব্যবস্থাপনা ও ত্রাণ বিতরণে কাজ শুরু করেছে। নিজ দেশে বাস্তুচ্যুত হওয়া রোহিঙ্গাদের জন্য সরকার উখিয়ায় যে দুই হাজার একর জমি নির্ধারণ করে দিয়েছে সেখানে সেনাবাহিনী তৈরি করবে ১৪ হাজার শেড। এসব শেডের প্রতিটিতে ৬ জন করে ৮৪ হাজার পরিবার বসবাসের উপযোগী করে তোলা হচ্ছে। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সেনাবাহিনী শেড নির্মাণের পাশাপাশি ত্রাণ বিতরণ কার্যক্রমও পরিচালনা করবে। এ কারণে শনিবার সেনাবাহিনীর সংশ্লিষ্টরা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এসে চলমান প্রতিটি কাজ পর্যবেক্ষণ করে প্রাথমিক ধারণা নেন। এরপর কোথায় কী করতে হবে তা নির্ধারণ করে প্রথম দিনের মতো কাজ সমাপ্ত করেন।

রোহিঙ্গা ক্যাম্পে কাজ করতে আসা সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর মুহাম্মদ রাশেদ আকতার এস.পি জানান, 'পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এসে সেনাসদস্যরা প্রথমে সড়কে শৃঙ্খলা আনার কাজ শুরু করে। অনিয়ন্ত্রিত যানবাহন, বিচ্ছিন্ন ত্রাণ বিতরণ এবং রাস্তায় রোহিঙ্গাদের অহেতুক জটলা সরিয়ে দিয়ে সড়ক যোগাযোগ নির্বিঘ্নে করা হয়েছে।'

রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণসহ সব কাজে শৃঙ্খলার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী



তিনি আরও বলেন, 'রোহিঙ্গাদের নিয়ে আসা ত্রাণগুলো কন্ট্রোল রুমে জমা হওয়ার পরপরই দ্রুত পচনযোগ্য তাজা খাবারগুলো আলাদা করে বিতরণের জন্য নেওয়া হয়। বায়োমেট্রিক নিবন্ধনের আওতায় আসা রোহিঙ্গারাই এসব ত্রাণের আওতায় আসছেন। এর মাধ্যমে বায়োমেট্রিকের সুবিধার বিষয়টা রোহিঙ্গাদের মাঝে ছড়িয়ে দিতে চাচ্ছি। যাতে কচ্ছপ গতি থেকে চলমান এ নিবন্ধন প্রক্রিয়াটা খরগোশ গতিতে আসে।'

কাজের সুবিধার্থে উখিয়া ডিগ্রি কলেজের পরিত্যাক্ত একটি কক্ষকে কোম্পানির কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে উল্লেখ করে মেজর রাশেদ আরও জানান, 'আজ প্রথম দিন হিসেবে শুধু শৃঙ্খলা আনার কাজ করছি। তাই শেড নির্মাণে হাত দেওয়া যাবে না। কাল (রবিবার) থেকে একটি টিম শেড নির্মাণের কাজ শুরু করবে।'

এর আগে গত বৃহস্পতিবার সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক রোহিঙ্গা ক্যাম্পগুলো পরিদর্শন করেন। তিনি উখিয়ায় কুতুপালং শরণার্থী ক্যাম্পে চলমান কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেন। এসময় পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ রিদুয়ানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

গত ২৪ আগস্ট মিয়ানমারের আরকান রাজ্যে পুলিশপোস্টে সহিংসতার পর শুরু সামরিক অভিযানে রোহিঙ্গাদের ওপর হত্যা, ধর্ষণ, বাড়িঘরে আগুনসহ নানা নির্যাতন অব্যাহত রেখেছেন। এ কারণে প্রতিদিন পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিচ্ছেন হাজার হাজার রোহিঙ্গা। জাতিসংঘের তথ্যমতে, এ পর্যন্ত চার লাখ ৩০ হাজার মানুষ বাংলাদেশে অনুপ্রবেশ করার কথা বলা হলেও স্থানীয় সূত্র মতে এই সংখ্যা আরও বেশি।

এর আগে গত বছরের ৯ অক্টোবরের পর থেকে মিয়ানমারের আরকান রাজ্যে একইভাবে হামলার ঘটনা ঘটে। এসময় প্রাণ ভয়ে পালিয়ে আসে প্রায় ৮৭ হাজার রোহিঙ্গা। এরপর আন্তর্জাতিক মহল নানাভাবে চাপ সৃষ্টি করে মিয়ানমার সরকারের ওপর।

/এমএইচ/এফএস/
সম্পর্কিত
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমার ও রোহিঙ্গা সমস্যা: নিরাপত্তা পরিষদে নিজের অবস্থান তুলে ধরলো বাংলাদেশ
রোহিঙ্গাদের বাসা ভাড়া দিলে নেওয়া হবে আইনি ব্যবস্থা
সর্বশেষ খবর
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক