X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ইলিশে সয়লাব পটুয়াখালী

রাজিব বসু, পটুয়াখালী
২৪ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৩৩আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৩৩

পটুয়াখালীতে ইলিশের সমারোহ (ছবি প্রতিনিধি) শেষ মুহূর্তে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ। তাই উপকূলীয় এলাকা এখন ইলিশে সয়লাব। সাগরে ও নদীতে ইলিশ ধরা পরায় খুশি জেলেরা। ঘাটে ট্রলার ভিড়লেই দ্রুত মাছ খালাসের জন্য ব্যস্ত হয়ে উঠছেন তারা। প্রতি ট্রলারে জেলেরা যেন মাছ খালাসের প্রতিযোগিতায় নেমেছে- এমন দৃশ্য দেখা যায় কুয়াকাটা মৎস্য বন্দরে।

এদিকে, প্রচুর মাছ ধরা পড়ায় ব্যস্ত দিন কাটাচ্ছেন খুচরা বিক্রেতারাও। ছোট ও মাঝারি সাইজের ইলিশের দাম সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে থাকায় এ বছর সব শ্রেণির মানুষ কিনছেন ইলিশ।

জানা যায়, সাগরে ও নদীতে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ায় বিভিন্ন উপজেলার ছোট-বড় মৎস্যঘাট ও বন্দরগুলো জমে উঠেছে। ইলিশ মাছ পাইকারী ক্রয়-বিক্রয় এবং দেশের বিভিন্ন স্থানে রফতানি করা মোকামের মধ্যে অন্যতম পটুয়াখালীর মৎস্যবন্দর আলীপুর ও মহিপুর। এ দুটি মৎস্য বন্দরের বাইরেও জেলায় ইলিশের ছোট-বড় মোকাম রয়েছে কুয়াকাটা, গলাচিপা, ঢোস, মৌডুবি, জাহাজমারা, রাঙ্গাবালী, বাহেরচর বাজার, বদনাতলী, পানপট্টি, কোড়ালিয়া, বাঁশবাড়িয়া, কালাইয়া, বাধঘাট, লেবুখালী, পায়রা কুঞ্জ ফেরিঘাট, মনোহরখালী, আয়লা, কারখানা, কালিশুরীসহ অন্তত অর্ধশত হাট-বাজার ও লঞ্চঘাট। ইলিশের চলতি মৌসুমে প্রতিদিন শত শত মন ইলিশ ক্রয়-বিক্রয় হয় এসব স্থানে। আর এসব বাজারগুলোতে ইলিশ কিনতে ক্রেতাদের উপচে পরা ভিড় লক্ষ্য করা গেছে।

পটুয়াখালীতে ইলিশের সমারোহ (ছবি প্রতিনিধি) আগের চেয়ে বেশি ইলিশ ধড়া পড়ায় জেলেরা ব্যস্ত সময় পার করছেন। কোনও কোনও নৌকায় রান্নাবান্নাও হচ্ছে নদীতে। আনন্দ ও উৎসাহের মধ্য দিয়ে চলছে ইলিশ শিকার।

জেলে মো কাশেম বলেন, ‘এহন অনেক ইলিশ মাছ ধরা পড়তেছে। এবার মালিকের দাদন দিয়া অনেক লাভ হবে। সংসারে আর কোনও অভাব নাই। ছেলে-মেয়েদের লেখাপড়া করাতে পারমু।’

মহিপুর ফিশিং এর মালিক নিমাই চন্দ্র দাস জানান, এবার একটি ট্রলারে সর্বোচ্চ প্রায় ২৩০ থেকে ২৫০ মণ ইলিশ পেয়েছি। যা বিক্রি হয়েছে ৩০ লাখ ৩৫ লাখ টাকায়। তবে যারা সমুদ্রের গভীরে ট্রলার নিয়ে যায় তারাই বেশি মাছ নিয়ে তীরে ফেরে। এখন পর্যন্ত আমার আড়তে চার হাজার মন ইলিশ পেয়েছি।

পটুয়াখালীতে ইলিশের সমারোহ (ছবি প্রতিনিধি) মৎস্য ঘাটের ব্যবসায়ী ফজলু গাজী জানান, এখন ৫০০ গ্রাম সাইজের প্রতি হালি ইলিশের সর্বোচ্চ দাম ৭০০ থেকে ৮০০ টাকা। দাম নাগালে থাকায় ইলিশ কিনে খুশি সাধারণ মানুষ। কিছুদিন আগে ৫০০-৬০০ গ্রাম সাইজের প্রতি মন ইলিশ বিক্রি করা হয়েছে ১৮ হাজার থেকে ২২ হাজার টাকায়। এখন তা ১৬ থেকে ১৭ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

আলীপুর মৎস্য ও আড়ত ব্যবসায়ী সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা জানান, প্রচুর ইলিশ ধরা পড়ায় খুশি নেমে এসেছে জেলে পরিবারগুলোতে।

জেলা মৎস্য কর্মকর্তা আবুল হাছানাত জানান, মৎস্য অভিযান সফল হওয়ায় জেলেদের জালে প্রচুর মাছ পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন:
‘মাস্টারপ্ল্যানে’ই থমকে গেছে কুয়াকাটার উন্নয়ন, দুর্ভোগে স্থানীয়রা

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!