X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

‘পুনর্বাসন না করে সরকার আমাদের ধোঁকা দিলো’

জিয়াউল হক, রাঙামাটি
২৪ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৫৪আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৫৪

আনোয়ারা বেগম (ছবি প্রতিনিধি) ‘কি লাভ হলো এত দিন আমাদের আশ্রয়কেন্দ্রে রেখে? গত ৭ সেপ্টেম্বর জেলা প্রসাশন থেকে ৩০ কেজি চাল আর এক হাজার টাকা দিয়ে বিদায় করে দিলো। পুনর্বাসন না করে সরকার আমাদের ধোঁকা দিলো।’ তিন মাস ধরে আশ্রয়কেন্দ্রে থাকার পর নিজের ভাঙা ঘরে ফিরে এভাবেই কষ্টের কথাগুলো বলছিলেন রাঙামাটির ভেদভেদী শিমুলতলী এলাকার আনোয়ারা বেগম।

তিনি বলেন, ‘চার মেয়ে ও এক ছেলেকে নিয়ে গত তিন মাস আশ্রয়কেন্দ্রে ছিলাম। সেখানে আমাদের সবাইকে বলা হলো পুনর্বাসন করা হবে। পরে পুনর্বাসন না করে ৩০ কেজি চাল আর এক হাজার টাকা দিয়ে আশ্রয়কেন্দ্র ছাড়তে বললো জেলা প্রশাসন।’

তিনি বলেন, ‘ঘর ভাড়া নিয়ে থাকতে হলে ৪/৫ হাজার টাকা লাগে। সেই সামর্থ্য নাই। গত ২০ সেপ্টেম্বর ইউএনডিপি পাঁচ হাজার টাকা দিছে। এই দিয়ে কোনোমতে ভাঙা ঘরে আছি। বৃষ্টি হলে ভয় করে।’

প্রসঙ্গত,গত ১৩ জুন প্রবল বৃষ্টিতে ভয়াবহ পাহাড় ধসে পাঁচ সেনা সদস্যসহ ১২০ জন মারা যান। প্রায় ১২০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়। ইউএনডিপি থেকে গত ২০ সেপ্টেম্বর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ২৫৪ পরিবারকে ১৫ হাজার ২০০ টাকা এবং আংশিক ক্ষতিগ্রস্ত ৬১৯ পরিবারকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়। এর আগে গত ৫ সেপ্টেম্বর জেলা প্রশাসন থেকে সম্পূর্ণ ক্ষতিগ্রস্তদের দুই বান্ডেল টিন ও ছয় হাজার টাকা এবং আংশিক ক্ষতিগ্রস্তদের ৩০ কেজি চাল ও এক হাজার টাকা করে দেওয়া হয়।

রেজিয়া বেগম ও নিলুফারা আক্তার (ছবি প্রতিনিধি) ভেদভেদী শিমুলতলী এলাকার রেজিয়া বেগম ও নিলুফারা আক্তার জানান, তারা দুই বোন একইসঙ্গে পাশাপাশি দুটি ঘরে থাকতেন। পাশের বাড়িতে মাটি পড়ায় তাদের সাহায্যের জন্য ওই বাড়িতে যান। এসময় তাদের বাড়িটিও পাহাড় ধসে মাটি চাপা পড়ে যায়।এক কথায় ভাগ্যের জোরেই বেঁচে আছেন তারা।

নিলুফারা আক্তার বলেন, ‘আমাদের জায়গাটি রাজ্জাক নামে একজনের কাছ থেকে ৮০ হাজার টাকায় কিনেছিলাম। রাজ্জাক সাহেব জমিটি কবির সওদাগর নামে একজনের কাছ থেকে কিনেছিল বলে শুনেছি। পরে জায়গার মূল মালিক আমাদের উচ্ছেদ করার হুমকি দিলে স্থানীয় অনুরোধ চাকমার কাছ থেকে এক লাখ ২৫ হাজার টাকায় বন্দোবস্ত করি।’

তিনি আরও বলেন,‘সরকার দুই বান্ডিল টিন আর ছয় হাজার টাকা দিছে।ছয় হাজার টাকা দিয়ে কি ঘর বানানো যায়? লেবার কই, ঘরের খুঁটি কই? কি দিয়ে ঘর বানাবো? আশ্রয়কেন্দ্র থেকে আসার পর প্রতিবেশীর ঘরে ছিলাম কয়েকদিন। এভাবে কয়দিন থাকা যায়? তাই ছোট্ট করে মাথা গোঁজার জন্য এই ঘরটি বানিয়ে গত কয়েকদিন হলো থাকি। ব্র্যাক অথবা আশা সমিতি থেকে ঋণ নিয়ে আস্তে আস্তে ঘরটা তৈরি করবো ভাবছি। আবার ভয়ও করে একটু বেশি বৃষ্টি হলে কী হবে। সরকার যদি আমাদের অন্য কোনও নিরাপদ জায়গায় পুনর্বাসন করতো আমাদের সুবিধা হতো।’

আরও পড়ুন:

আসছি বলে পালিয়েছে ছেলে, কাঁদছেন রোহিঙ্গা মা

/বিএল/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট কাল
ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট কাল
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ইইউ দেশগুলোকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী অস্ত্র পাঠাতে হবে: বোরেল
ইইউ দেশগুলোকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী অস্ত্র পাঠাতে হবে: বোরেল
কানের সমান্তরাল তিন বিভাগে কোন কোন দেশের ছবি
কান উৎসব ২০২৪কানের সমান্তরাল তিন বিভাগে কোন কোন দেশের ছবি
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট