X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

মামলা প্রত্যাহার না করায় ধর্ষণের শিকার কিশোরীকে কোপানোর অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০১৭, ০২:২৪আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ০২:২৫

ফরিদপুর

ফরিদপুরের সালথায় মামলা প্রত্যাহার না করায় ধর্ষণের শিকার এক কিশোরীকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) দিনগত রাতে এ ঘটনা ঘটে। আহত কিশোরীকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) লিয়াকত হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

ভিকটিমের বাবার অভিযোগ, ‘গত ১৫ মে রাতে আমার মেয়েকে বাড়ির পাশে একটি বাগানের মধ্যে নিয়ে ধর্ষণ করে কয়েক জন ব্যক্তি। এ ঘটনায় আমি বাদী হয়ে গত ১৬ মে ছয় জনকে আসামি করে সালথা থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা করি। মামলার পর থেকে আসামিরা বিভিন্নভাবে মামলাটি তুলে নেওয়ার জন্য আমাদের হুমকি দিয়ে আসছিল। শনিবার দিনগত রাতে প্রধান আসামি দিপু মোল্লা ও তার সহযোগীরা আমার বাড়িতে আসে। তারা দেশীয় অস্ত্র দিয়ে আমার মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। দিপুর সহযোগীদের মধ্যে ছিল মাহফুজ মিয়া, মারকুজ মিয়া, ফারুক মিয়া, মিলন মিয়াসহ ১৫-১৬ জন।’

সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান বলেন, ‘ঘটনার সময় ওই কিশোরী, তার ছোট ভাই, ছোট বোন ও মা বাড়িতে ছিলেন। আসামিরা বাড়িতে চড়াও হয়ে ওই কিশোরীকে কুপিয়ে জখম করে।’

হাসপাতাল সূত্র জানায়, শনিবার রাতেই ওই কিশোরীকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালের ওয়ার্ডমাস্টার সাখাওয়াত মোস্তফা বলেন, ‘কিশোরীর মাথা, হাত ও পিঠে অন্তত ১০টি কোপের চিহ্ন রয়েছে। সে এখন আশঙ্কামুক্ত।’

দিপু মোল্লাসহ অন্য অভিযুক্ত ব্যক্তিরা পলাতক থাকায় তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

মামলার তদন্তের দায়িত্বে থাকা এসআই লিয়াকত হোসেন বলেন, ‘তদন্ত প্রায় শেষ পর্যায়ে। মিন্টু মোল্লা নামের এক আসামিকে কয়েক দিন আগে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। দিপু মোল্লাসহ বাকি আসামিরা পলাতক রয়েছে।’

কিশোরীটির পরিবার জানায়, হামলার ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এরই মধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ব্যাপারে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আমিনুল হক বলেন, ‘ধর্ষণের মামলার আসামিরাই কিশোরীকে কুপিয়ে জখম করেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া হবে।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনীয় ড্রোন হামলায় রুশ সাংবাদিক নিহত
ইউক্রেনীয় ড্রোন হামলায় রুশ সাংবাদিক নিহত
নীলফামারীতে জামায়াতের সহকারী সেক্রেটারিসহ ৩ জন গ্রেফতার
নীলফামারীতে জামায়াতের সহকারী সেক্রেটারিসহ ৩ জন গ্রেফতার
পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের অগ্রগতি জাতিসংঘে তুলে ধরলো বাংলাদেশ
পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের অগ্রগতি জাতিসংঘে তুলে ধরলো বাংলাদেশ
বার্সার বিদায়ে কান্সেলোর অনাগত সন্তানের মৃত্যু কামনা করেছেন সমর্থকরা!
বার্সার বিদায়ে কান্সেলোর অনাগত সন্তানের মৃত্যু কামনা করেছেন সমর্থকরা!
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি