X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

কর্ণফুলী উপজেলা নির্বাচনে আ.লীগের জয়জয়কার

চট্টগ্রাম ব্যুরো
২৫ সেপ্টেম্বর ২০১৭, ০৫:৫২আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ০৫:৫৫

চেয়ারম্যান নির্বাচিত হওয়া ফারুক চৌধুরী, ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়া দিদারুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়া বানেজা বেগম

চট্টগ্রামের নবগঠিত কর্ণফুলী উপজেলা নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নিরঙ্কুশ জয় পেয়েছে। নির্বাচনে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

দিনভর ভোট গ্রহণ শেষে রবিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১০ দিকে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন রিটানিং অফিসার মনির হোসাইন খান। তিনি সাংবাদিকদের জানান, ‘কর্ণফুলী উপজেলা নির্বাচনে এক লাখ সাত হাজার ৭৯৯ জন ভোটারের মধ্যে ৫১ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।’

ফলাফলে দেখা গেছে, চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ফারুক চৌধুরী ৪৩ হাজার ৯৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এসএম ফোরকান পেয়েছেন ছয় হাজার ৬৯৬ ভোট। ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দিদারুল আলম ৪০ হাজার ৫২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একই পদে বিএনপির প্রার্থী হাজী মুহাম্মদ ওসমান পেয়েছেন ছয় হাজার ৩১০ ভোট।

অন্যদিকে, মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী বানেজা বেগম ৪২ হাজার ৫০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী উম্মে মিরজান শামীমা পেয়েছেন ছয় হাজার ৯৩৯ ভোট ও জাতীয় পার্টির প্রার্থী মুন্নি বেগম পেয়েছেন দুই হাজার ১৭৭ ভোট।

এর আগে রবিবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। বিকাল ৪টায় ভোট গ্রহণ শেষ হয়।

সকালে ভোট গ্রহণ শুরু হওয়ার পরপরই বিএনপি সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী হাজী মুহাম্মদ ওসমান সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, সরকার দলের প্রার্থীর লোকজন ভোটকেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দিয়েছেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে নির্বাচনে কারচুপির অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন বিএনপির চেয়ারম্যান ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রাথী। বেলা ২টার দিকে একই অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়ান জাতীয় পার্টির মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মুন্নি বেগম ও ইসলামী ফ্রন্ট্রের ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা মুছা।

এদিকে, দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন কর্ণফুলী উপজেলা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আবু সাঈদ। তিনি বলেন, ‘শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকালে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বেড়েছে। নির্বাচনে কোনও ধরণের অনিয়মের অভিযোগ পাইনি।’

উল্লেখ্য, নির্বাচনে ৪২টি কেন্দ্রে মোট এক লাখ সাত হাজার ৭৯৯ জন ভোটার ছিলেন। এর মধ্যে ৫৩ হাজার ৫৯৯ জন পুরুষ ও ৫৪ হাজার ২০০ জন মহিলা ভোটার ছিলেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
ঢাকা শিশু হাসপাতালে আগুন
ঢাকা শিশু হাসপাতালে আগুন
রাজশাহীতে বইছে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগী
রাজশাহীতে বইছে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগী
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ