X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

শ্রীমঙ্গলে রোহিঙ্গা শিশু উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০১৭, ১০:৫৬আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১১:০৩

রোহিঙ্গা শিশু জিহাদুল ও আশ্রয়দাতা সামছুল হক

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে জিহাদুল ইসলাম (১১) নামের এক রোহিঙ্গা শিশুকে রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে উদ্ধার করা হয়েছে। শিশুটি শহরতলীর মুসলিমবাগ আবাসিক এলাকার সামছুল হকের বাসায় আশ্রয় নিয়েছিলো। রোহিঙ্গা শিশু জিহাদুলের পিতার নাম মো. জসিম উদ্দিন ও মাতার নাম মোছা শাহিনা আক্তার। সে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু উপজেলার ঢেঁকিবনিয়া ইউনিয়নের ফকিরবাজারের বাসিন্দা। শ্রীমঙ্গল থানার ওসি কেএম নজরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, কয়েকদিন আগে শ্রীমঙ্গলের ট্রেনে শিশুটিকে কাঁদতে দেখে তাকে সামছুল হকের বাসায় রেখে যান স্থানীয় শহীদ মিয়া নামের আরেক ট্রেনযাত্রী। পরে পুলিশ এ খবর পাওয়ার পর শিশুটিকে ফেরত পাঠাতে বললে তাকে থানা হেফাজতে তুলে দেন আশ্রয়দাতা সামছুল হক। শিশুটিকে দ্রুতই কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

শিশুটি মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে শ্রীমঙ্গল পর্যন্ত পৌঁছানোর ব্যাপারে ওসি আরও জানান, শিশু জিহাদুল আনুমানিক আট-নয় দিন আগে বাংলাদেশে প্রবেশ করে। এরপর চট্টগ্রামের এক লোক সিলেট যাওয়ার পরামর্শ দেয় তাকে। শিশুটির সঙ্গে কথা বলে জানা গেছে, লোকটি তাকে হজরত শাহজালাল (রা:) মাজারে যেতে বলেছিল। তাহলে আর থাকা-খাওয়ার সমস্যা হবে না বলেও লোকটি জানিয়েছিল। এরপর তারা ১৮-২০ জন একসঙ্গে চট্রগ্রাম থেকে ট্রেনে উঠে সিলেট আসার পথে ফেনী রেলস্টেশনে পুলিশের কাছে ধরা পড়ে অন্যরা। কিন্তু ট্রেনের আসনে বসে থাকায় ও শিশু হওয়ায় তাকে কেউ কিছু বলেনি। আখাউড়া আসার পর ডেমু ট্রেনে উঠে পড়ে সে। দুই দিন আগে শিশুটিকে ট্রেনে কাঁদতে দেখে শ্রীমঙ্গল শহরের বাসিন্দা শহীদ মিয়া নামের এক বৃদ্ধ ট্রেন যাত্রী। এরপর জিহাদুল ইসলামকে শ্রীমঙ্গল স্টেশনে নামিয়ে  মুসলিমবাগ আবাসিক এলাকার  সামছুল হকের বাসায় থাকার ব্যবস্থা করেন তিনি।

এ ব্যাপারে জিহাদুল ইসলামের কাছ থেকে আরও জানা যায়, গত আট-নয় দিন আগে তিন বছর বয়সী ছোট ভাই জিয়ান ইসলামকে নিয়ে মিয়ানমার বর্ডার পার হয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে সে। এসময় তার ভাই ভূমি মাইন বিস্ফোরণে আহত হয়। পরে নাফ নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করে সে। এর আগে মিয়ানমার সেনারা তাদের বাড়ি জ্বালিয়ে দেয়। এসময় সেনাবাহিনীর সহযোগী মগরা তার বাবাকে ঘর থেকে বের করে নিয়ে গুলি করে এবং মাকে গলা কেটে হত্যা করে বলেও দাবি করেছে শিশু জিহাদুল। 

 

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক