X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মিয়ানমার সেনাবাহিনীকে বিচারের মুখোমুখি করতে হবে: হাছান মাহমুদ

চট্টগ্রাম ব্যুরো
২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৫০আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৫১

চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের উদ্যোগে আয়োজিত মানববন্ধন

রোহিঙ্গাদের নির্মূলে রাখাইন রাজ্যে হত্যাযজ্ঞ চালানোর অভিযোগে মিয়ানমার সেনাবাহিনীকে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের উদ্যোগে ‘চট্টগ্রামের সম্মিলিত বৌদ্ধ জনসাধারণ’ ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানান তিনি।

এসময় হাছান মাহমুদ বলেন, ‘মিয়ানমারে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হচ্ছে। সেখানে নারী, শিশু ও নিরপরাধ মানুষকে গুলি করে হত্যা করা হচ্ছে। আগুনে ছুড়ে শিশুদের হত্যা করা হচ্ছে। রোহিঙ্গাদের ওপর চালানো এই নৃশংসতা মেনে নেওয়া যায় না। মিয়ানমারের সেনা প্রধানসহ যেসব সেনা কর্মকর্তা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের সবার বিচার করতে হবে।’

মিয়ানমারের ঘটনাকে পুঁজি করে বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে দাবি করে হাছান মাহমুদ বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা মানবতাবোধের পরিচয় দিয়ে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন। তাদের জন্য খাদ্য ও বস্ত্রের ব্যবস্থা করেছেন। বিশ্ব যখন প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ ঠিক তখনই ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালাচ্ছে বিএনপি।’ বিএনপিকে এ ধরনের অপচেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

হাছান মাহমুদ আরও বলেন, ‘ইতিহাসের ভয়াবহ নির্মমতার শিকার মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের বাংলাদেশে আশ্রয় দিয়ে আমাদের প্রধানমন্ত্রী যে মানবতাবোধের পরিচয় দিয়েছেন তা সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। তার কূটনৈতিক তৎপরতার কারণেই রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ ও তাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করছেন বিশ্ব নেতারা।’

আন্তর্জাতিক চাপের মুখে এখন যাছাই বাছাই করে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে মিয়ানমারের বক্তব্যের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, ‘কোনও যাছাই বাছাই চলবে না। ১৯৮০ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রতিটি রোহিঙ্গা নাগরিককে ফিরিয়ে নিতে হবে। রোহিঙ্গাদের শুধু ফিরিয়ে নিলেই হবে না, রোহিঙ্গা নির্যাতন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মিয়ানমার সেনাবাহিনীর প্রতিটি সদস্যকে বিচারের মুখোমুখি করতে হবে।’

মিয়ানমারে সহিংসতা বন্ধ করার পাশাপাশি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে নেওয়ার দাবি জানানো হয় বৌদ্ধ সম্প্রদায়ের এ প্রতিবাদ কর্মসূচিতে।

বাংলাদেশ বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট স্বজন কুমার তালুকদারের সভাপতিত্বে এই মানবন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় গুরু বিমল জ্যোতি মহাস্থবির, ধর্মসেন মহাস্থবির, জ্ঞান বরণ থের, এস লোকজিৎ থের, দিপংকর ভিক্ষু, বিজয় লক্ষী মহাস্থবির, অজিত বরণ বড়ুয়া, রাঙ্গুনিয়ার পৌর মেয়র শাহজাহান শিকদার, রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ, কৃষকলীগ নেতা শফিকুল ইসলাম, তরিৎ কান্তি দে, বিপ্লব শিকদার, এমরুল করিম রাশেদ, ছাত্রলীগ নেতা নুরুল আলম, মিথুন বড়ুয়া, প্রকৌশলী প্রদীপ বড়ুয়া, মৃগাংক প্রসাদ বড়ুয়া প্রমুখ।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা