X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

যশোরে অং সান সু চি’র কুশ পুতুল দাহ

যশোর প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৩৭আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ২০:২৫

যশোরে অং সান সু চি’র কুশ পুতুল দাহ






মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর সরকারি বাহিনীর নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে যশোরে সমাবেশ ও অং সান সু চি’র ৩০ ফুট উচ্চতা বিশিষ্ট কুশ পুতুল দাহ করা হয়েছে।


সোমবার যশোরবাসীর সমন্বয় কমিটির ব্যানারে উপশহর ডিগ্রি কলেজ মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল ১০টায় কলেজ মাঠে যশোরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীরা নেন। বেলা সোয়া ১১টায় সু চি’র কুশ পুতুলে অগ্নিসংযোগ করা হয়।
সমাবেশে রোহিঙ্গাদের সমর্থনে এবং নিপীড়নকারী হিসেবে মিয়ানমার নেত্রী অং সান সু চিকে ভর্ৎসনা করে বক্তৃতা করেন যশোরের বিশিষ্ট ব্যবসায়ী সিটি প্লাজার চেয়ারম্যান এস এম ইয়াকুব আলী, যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক, গ্রামের কাগজ পত্রিকার সম্পাদক মবিনুল ইসলাম মবিন, উপশহর ডিগ্রি কলেজের অ্যধক্ষ শাহিন ইকবাল, প্রেসক্লাব যশোরের দফতর সম্পাদক তৌহিদ জামান, আয়োজক কমিটির সদস্য কৃষিবিদ সিরাজুল ইসলাম মৃধা, জাতীয় ইমাম সমিতির মহাসচিব সাপ্তাহিক বজ্রকলম সম্পাদ মুফতি একেএম নূরুল আমিন, বিশিষ্ট কবি গীতিকার কাসেদুজ্জামান সেলিম, মণিরামপুর সমিতির সেক্রেটারি আব্দুল গণি,  ফারিয়ার কেন্দ্রীয় সহ-সভাপতি সোহেল বিশ্বাস, সাংবাদিক আবুল বাশার মুকুল, ফোন বাজার সমিতির সভাপতি রাজু আহমেদ বাবু প্রমুখ।  
বক্তৃতাকালে নেতারা বলেন, আমাদের জানা মতে,  ৩০ ফুট উচ্চতাবিশিষ্ট অং সান সু চির কোনও কুশ পুতুল যশোরেই এই প্রথম দাহ করা হচ্ছে। আমরা এই বিশাল কুশ পুতুল দাহ করার মাধ্যমে বিবেকবান মানুষ হিসেবে তার নির্যাতন, নিপীড়ন এবং অমানবিক কর্মকাণ্ডের প্রতি তীব্র ঘৃণা প্রকাশ করছি। আমরা চাই, নির্যাতিত, ঘরবাড়ি ছাড়া রোহিঙ্গারা তাদের পিতৃভূমিতে ফিরে যাক।
নেতারা রোহিঙ্গাদের মানবিক আবেদনে সাড়া দেওয়ায় বাংলাদেশসহ অন্য রাষ্ট্রগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে মিয়ানমারের সামরিক জান্তার ওপর চাপ সৃষ্টি করতে বিশ্ববিবেকের প্রতি আহ্বান জানান।
সমাবেশ থেকে দেশবাসীকে বার্মিজ সব পণ্য বর্জন করার দাবি জানানো হয়।

আরও পড়তে পারেন: ফের বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান



/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আরও বিস্তৃত হবে তাপপ্রবাহ, তবে সিলেটে হতে পারে বৃষ্টি
আরও বিস্তৃত হবে তাপপ্রবাহ, তবে সিলেটে হতে পারে বৃষ্টি
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচের ভেন্যু চূড়ান্ত
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচের ভেন্যু চূড়ান্ত
ফিরলেন ১৭৩ বাংলাদেশি, মিয়ানমারে ফেরত যাবেন ২৮৮ জন
ফিরলেন ১৭৩ বাংলাদেশি, মিয়ানমারে ফেরত যাবেন ২৮৮ জন
দক্ষ বিচার বিভাগ গঠনে বিশ্বমানের জুডিশিয়াল অ্যাকাডেমি প্রয়োজন: আইনমন্ত্রী
দক্ষ বিচার বিভাগ গঠনে বিশ্বমানের জুডিশিয়াল অ্যাকাডেমি প্রয়োজন: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?