X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

রোহিঙ্গা ইস্যুতে আলোচনার প্রস্তাব দিয়েছে মিয়ানমার: বিজিবি ডিজি

কক্সবাজার প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০১৭, ২১:৩৯আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ২৩:০০

 

বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশকে আলোচনার প্রস্তাব দিয়েছে মিয়ানমার। আান্তর্জাতিক অঙ্গনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল কূটনৈতিক তৎপরতায় মিয়ানমার এই প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন। তিনি বলেন, ‘আগামী নভেম্বরে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের বৈঠক হতে পারে। উক্ত বৈঠক ফলপ্রসু হলে রোহিঙ্গা সমস্যার সমাধান হতে পারে।’

সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে টেকনাফ উপজেলার রইক্ষ্যং পুটিঁবনিয়া অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিজিবির এই প্রধান।

তিনি আরও বলেন, ‘মিয়ানমার সীমান্তে অস্থিতিশীল ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে চায়। কিন্তু তা মোকাবিলায় বিজিবির সক্ষমতা রয়েছে। মিয়ানমারের হেলিকপ্টার আকাশ সীমা লংঘন করেছে, একটা দেশ এটা করতে পারেনা। আমরা এসবের জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকলেও ধৈর্য্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি। তাদের উম্মাদনায় বিজিবি সাড়া দিলে রোহিঙ্গারা চরম মানবিক সংকটে পড়ত। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিজিবি মিয়ানমার হতে নির্যাতন-নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের খাবার পরিবেশনসহ মানবিক সাহায্য দিয়ে আসছে।’

বিজিবির মহাপরিচালক আরও বলেন, ‘রোহিঙ্গাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি উখিয়া-টেকনাফে অবস্থানরত রোহিঙ্গারা যাতে সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে যেতে না পারে সেজন্য তৎপর রয়েছে বিজিবি। সময় হলে সব রোহিঙ্গাকে একটি জায়গায় নিয়ে যাওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘মানবিক কাজের জন্য বিজিবির অতিরিক্ত সদস্য বাড়ানো হয়েছে। সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি মিলে সবকিছু একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। আগামীকাল মঙ্গলবার থেকে রোহিঙ্গাদের পানীয় সংকট নিরসনে বিজিবি কাজ শুরু করবে। বর্তমানে রোহিঙ্গা অনুপ্রবেশের হার কিছুটা কমেছে সীমান্তের উত্তপ্ত পরিস্থিতিও শান্ত হয়ে আসছে।’

এসময় কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল এমএম আনিসুর রহমান, রামুর রিজিওনাল কমান্ডার কর্নেল রাকিবুল ইসলাম ও টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম আরিফুল ইসলামসহ বিভিন্ন দফরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়