X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ফসল রক্ষা বাঁধ নির্মাণ বিষয়ক মতবিনিময়

সুনামগঞ্জ প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৩৬আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৪৫

ফসল রক্ষা বাঁধ নির্মাণ বিষয়ক মতবিনিময় হাওর এলাকায় আগাম বন্যায় সৃষ্ট দুর্যোগ ঠেকাতে ফসল রক্ষা বাঁধ নির্মাণে হাওর রক্ষা বাঁধগুলোর নির্মাণ পদ্ধতি, সমস্যা ও সমাধানের উপায় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জ শহরের শিল্পকলা একাডেমির হাসনরাজা হলে মতবনিময় সভাটি অনুষ্ঠিত হয়।  সুনামগঞ্জ জেলা প্রশাসন এই মতবিনিময় সভাটির আয়োজন করেছে।

মুক্ত আলোচনায় অংশ নেন জেলার জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সুশীলসমাজ, মুক্তিযোদ্ধা, মানবাধিকার সংস্থা, বেসরকারি উন্নয়ন সংস্থা ও সামাজিক সংঠনের নেতারা। 

জেলা প্রশাসক সাবিরুল ইসলাম ও পাউবো নির্বাহী প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক বলেন, ‘হাওরের ফসল রক্ষা বাঁধ উন্নয়নে ২৮ কোটি ৮৯ লাখ টাকা বরাদ্ধ এসেছে। পিআইসিদের ২৫ পার্সেন্ট অগ্রিম টাকা দিয়ে কাজ শুরু করা হবে। এস্কেভেটর দিয়ে মাটি না কাটার কথা বিবেচনা করা হবে এবং বাঁধের ৫০ মিটার দূর থেকে মাটি কাটা হবে। জলাবদ্বতা নিরসনের জন্য পাউবোর স্বল্প ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা রয়েছে।  পিআইসির কাজে গাফিলতি প্রমাণিত হলে কো-অপ্ট করে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

টেকসই বাঁধ নির্মাণের জন্য পাউবোকে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করার আহ্বান জানান জেলা প্রশাসক।

সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী সিদ্দিকুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক জাহেদুল হক, পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার হাজী নুরুল মোমেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুশিক্ষার্থীকে বেধড়ক মারপিট, মাদ্রাসাশিক্ষক আটক
শিশুশিক্ষার্থীকে বেধড়ক মারপিট, মাদ্রাসাশিক্ষক আটক
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা