X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

নোয়াখালীতে হাজার হাতের দুর্গা

নোয়াখালী প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৫০আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৫৩

হাজার হাতের দুর্গা (ছবি- প্রতিনিধি)

নোয়াখালী সদর উপজেলায় এক হাজার দুই হাতের দুর্গা প্রতিমা তৈরি করা হয়েছে। উপজেলার নাপিতের পুল এলাকার মালঞ্চ সংঘ ব্যতিক্রমী এ আয়োজন করেছে। এ ব্যাপারে মালঞ্চ সংঘের সাধারণ সম্পাদক বাপ্পারাজ ভৌমিক জানান, অশুভ শক্তির বিনাশ করতে দেবী দুর্গা বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করেন। এর মধ্যে একটি মূর্তি হলো সহস্রভূজা। চণ্ডীতে আছে রণে হাজার হাতে অস্ত্রসজ্জিত হয়ে অসুরদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন দুর্গা। সেটা মনে করিয়ে দিতেই এক হাজার দুই হাতের এই প্রতিমা তৈরি করা হয়েছে।

স্থানীয়রা জানান, ফরিদপুর থেকে আসা সুভাষ পাল নামে এক কারিগর এই প্রতিমা তৈরি করছেন, যা এলাকায় ব্যাপক আলোড়ন ফেলেছে। এ প্রতিমা দেখার জন্য মাইজদী শহর ছাড়াও জেলার বাইরের ভক্তরা ভিড় জমাচ্ছেন।  

হাজার হাতের দুর্গা (ছবি- প্রতিনিধি)

সুভাষ পাল জানান, প্রতিমা তৈরির কাজ শেষ। আয়োজকদের প্রত্যাশা, বিশাল আকৃতির এই প্রতিমা স্থানীয়দের পূজার আনন্দ অনেক গুণ বাড়িয়ে দেবে। এবার এ মণ্ডপে লাখো দর্শনার্থীর সমাগম হবে।

জেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, সদর উপজেলাসহ জেলার ৯ উপজেলার ১৬০টি পূজামণ্ডপে প্রতিমা তৈরি করা হয়েছে। দেশীয় ও আন্তর্জাতিক নানা পূরাকীর্তি, মন্দিরসহ বিভিন্ন ঐতিহাসিক পটভূমির আদলে মণ্ডপ তৈরি করা হয়েছে। এর মধ্যে চৌমুহনীর ত্রিশুল দুর্গাপূজা কমিটির বৃদ্ধাশ্রমের আদলে তৈরি পূজামণ্ডপ আলাদাভাবে নজর কেড়েছে। এ মণ্ডপের কারিগর বিশ্বজিত জানান, উচ্চবিত্তরা মা-বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসেন। উচ্চবিত্তসহ সমাজের অন্য শ্রেণির মানুষের এমন মনোভাবে পরিবর্তন আনার জন্য এই মণ্ডপ তৈরি করা হয়েছে।

হাজার হাতের দুর্গা (ছবি- প্রতিনিধি)

জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কিশোর চন্দ্র শীল জানান, শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের। তবে এ উৎসবে সব ধর্মের লোকজন অংশগ্রহণ করে। এতে দুর্গাপূজা সার্বজনীন উৎসবে রূপ নেয়।

নোয়াখালীর পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ জানান, নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনের জন্য জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তামূলক প্রস্তুতি নেওয়া হয়েছে। ১৬০টি পূজামণ্ডপের নিরাপত্তার দায়িত্বে পুলিশের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব ও আনসার সদস্যরা নিয়োজিত থাকবেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
জাহাজেই দেশে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
জাহাজেই দেশে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা, টানা ৪ দিন সর্বোচ্চ তাপমাত্রা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা, টানা ৪ দিন সর্বোচ্চ তাপমাত্রা
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট