X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

রোহিঙ্গা পুনর্বাসনে প্রস্তুতি চলছে ভাসানচরে

রনজিৎ চন্দ্র কুরী, নোয়াখালী
২৭ সেপ্টেম্বর ২০১৭, ০৩:৫৮আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৭, ০৫:৪২

 

ভাসানচর চলছে সড়ক তৈরির কাজ রোহিঙ্গা পুনর্বাসন কেন্দ্র হিসেবে ধীরে ধীরে গড়ে উঠছে নোয়াখালীর হাতিয়ার ভাসানচর। প্রতিদিন পরিদর্শন করছেন সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও সরকারি-বেসরকারি বিশেষজ্ঞ দলের সদস্যরা। ভাসানচরে রোহিঙ্গাদের পুনর্বাসন করার খবরে হাতিয়াসহ উপকূলবাসী শঙ্কা প্রকাশ করলেও স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা বলছেন, আতঙ্কের কিছু নেই। রোহিঙ্গাদের ভাসানচরে পুনর্বাসিত করলে, এখানে পুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনীর টহল ও তৎপরতা বাড়বে। 

এই প্রসঙ্গে স্থানীয় সংসদ সদস্য (হাতিয়া) আয়েশা ফেরদৌস বলেন, ‘রোহিঙ্গাদের কাউন্সিলিং করে কর্মসংস্থানের ব্যবস্থা করে তাদের সুপথে আনা যাবে। আতঙ্কিত হওয়ার কিছু নেই।’

ভাসানচরে নৌবাহিনী ফরওয়ার্ড বেস

ভাসানচরকে জোয়ার-ভাটার হাত থেকে রক্ষার জন্য বিভিন্ন পয়েন্টে বালু ফেলে উঁচু করা হয়েছে। ইতোমধ্যে তৈরি করা হয়েছে হেলিপ্যাড, পল্টুনসহ কয়েকটি স্থাপনা। অভ্যন্তরীণ চলাচলের জন্য নির্মাণ করা হচ্ছে সড়ক।

চট্টগ্রাম রেঞ্জের পুলিশের ডিআইজি মনির উজ-জামান বলেন, ‘রোহিঙ্গাদের ভাসানচরে পুনর্বাসন করা হলে পুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনীর টহল বাড়বে। নিরাপদ হবে চর ও নদী।’

জানতে চাইলে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান বলেন, ‘ভাসানচর কতটা বাসযোগ্য অথবা জলবায়ুর পরিবর্তনে এ চরের গতিপথ কতটা পরিবর্তন হবে, এসব পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তবে এসব কিছু এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।’

ভাসানচর

ভাসানচর রোহিঙ্গা পুনর্বাসন প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন আমিনুল ইসলাম খান বলেন, ‘ভাসানচর হবে একটি আধুনিক শরণার্থী শিবির। এখানে শিক্ষা-প্রতিষ্ঠান, হাসপাতাল, বিনোদন কেন্দ্র, খেলার মাঠসহ সব ধরনের সুযোগ-সুবিধা থাকবে। কয়েকটি ধাপে রোহিঙ্গাদের এখানে আনা হবে। প্রথম ধাপে ১ লাখ ২০ হাজার রোহিঙ্গাকে পুনর্বাসন করা হবে। দ্রুত প্রকল্পের কাজ শুরু করতে চায় বাংলাদেশ নৌবাহিনী।’ তবে, কবে নাগাদ রোহিঙ্গাদের ভাসানচরে আনা হতে পারে, সে বিষয়ে সুনির্দিষ্ট সময় বলেননি তিনি।

 

/এমএনএইচ/
সম্পর্কিত
ক্যাম্পকে ‘যুদ্ধক্ষেত্র’ ভেবে বড় হচ্ছে যে শিশুরা
রোহিঙ্গা ক্যাম্পে এনজিওগুলোর গতিবিধিতে নজরদারি বাড়ছে
পাহাড় থেকে আরসা কমান্ডার গ্রেফতার, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
সর্বশেষ খবর
বাজারে অপরিপক্ব লিচু, খেলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি
বাজারে অপরিপক্ব লিচু, খেলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি
টিভিতে আজকের খেলা (১৭ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৭ মে, ২০২৪)
ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
ব্রিটেনে আশ্রয় আবেদন বাতিল, বাংলাদেশিদের দ্রুত ফেরত পাঠাতে চুক্তি
ব্রিটেনে আশ্রয় আবেদন বাতিল, বাংলাদেশিদের দ্রুত ফেরত পাঠাতে চুক্তি
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
চলচ্চিত্র শিল্পী সমিতিফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
এডিপি: সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে যে ১০ প্রকল্প
এডিপি: সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে যে ১০ প্রকল্প