X
রবিবার, ১৯ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

বঙ্গবন্ধু মহাবিদ্যালয়ের নাম পরিবর্তন, এমপির বিরুদ্ধে আদালতে মামলা

দিনাজপুর প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০১৭, ১৭:২০আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৪১

দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল (ছবি- অনলাইন থেকে নেওয়া)

বঙ্গবন্ধু মহাবিদ্যালয়ের নাম বদলে নিজের নামে নামকরণ ও বঙ্গবন্ধুর ছবি সম্বলিত সাইনবোর্ড সরানোর অভিযোগে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সরকার দলীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ –এ মামলা দু’টি দায়ের করা হয়।

বাদীপক্ষের আইনজীবী জিয়াউর রহমান আমিন এ তথ্য নিশ্চিত করেছেন। জিয়াউর রহমান আমিন জানান, জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন আইন-২০০১ এর ৪নং ধারা এবং দণ্ডবিধি আইনের ৫০০/৫০১ ধারায় এ দুই মামলা দায়ের করেন বীরগঞ্জ উপজেলা যুবলীগের কার্যকরী সদস্য ও বীরগঞ্জ উপজেলার গোপালপুর বাসুদেবপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে অজিবুল ইসলাম। দুই অভিযোগের শুনানির জন্য বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দিন নির্ধারণ করেছেন বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লুৎফর রহমান।

পৃথক দুই অভিযোগে উল্লেখ করা হয়, ক্ষমতার অপব্যবহার করে বীরগঞ্জ থানার ২নং পলাশবাড়ী ইউনিয়নে অবস্থিত বঙ্গবন্ধু মহাবিদ্যালয়ের নাম পরিবর্তন করে এমএস গোপাল মহাবিদ্যালয় করেন মনোরঞ্জন শীল গোপাল। একইসঙ্গে তিনি কলেজের সামনে থেকে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত সাইনবোর্ডও সরিয়ে ফেলেন। এর মাধ্যমে মনোরঞ্জন শীল গোপাল বঙ্গবন্ধুকে অসম্মান ও খাটো করেছেন।

দুই অভিযোগে বাদী আরও উল্লেখ করেছেন, মনোরঞ্জন শীল গোপাল তাকে বলেছেন, ‘আমি নিজ ক্ষমতাবলে এটি করেছি। কলেজের বিষয়ে আপনারা মাতব্বরি করবেন না, আমার ভুল ধরবেন না। আমি এলাকার এমপি এবং নিজ ক্ষমতাবলে এমপি হয়েছি। আমি শেখ মুজিব, শেখ হাসিনা কাউকে মানি না। আমি আওয়ামী লীগ করি না, শুধু আওয়ামী লীগের ব্যানারে চলাফেরা করি। আমার বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে জানালে কিছু হবে না, প্রয়োজনে আগামীতে আমি স্বতন্ত্রভাবে নির্বাচনে দাঁড়াবো। থানা পুলিশ আমার হাতে, তারা কিংবা অন্য কোনও অফিস আমার বিরুদ্ধে তদন্ত করবে না।’ এসব কথায় বাদী ও সাক্ষীরা মনে কষ্ট পান এবং অপমানিত হন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। বাদীর দাবি, এসব অভিযোগের ব্যাপারে তার কাছে অনেক প্রমাণ রয়েছে।

লিখিত অভিযোগ (ছবি- প্রতিনিধি)

এ ব্যাপারে মনোরঞ্জন শীল গোপাল বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও বানোয়াট। আগামী সংসদ নির্বাচনে যারা মনোনয়ন পাওয়ার প্রত্যাশা করছে, তারাই এ অভিযোগ এনেছে।’

মনোরঞ্জন শীল গোপালের দাবি, ‘বঙ্গবন্ধু মহাবিদ্যালয় নামকরণের প্রস্তাব আমারই ছিল। মন্ত্রণালয়ে সে প্রস্তাব গৃহীত না হওয়ায় পরে এমএস গোপাল মহাবিদ্যালয় করা হয়। কলেজের সামনে সাইনবোর্ড ছিলই না। সরানোর তো প্রশ্নই ওঠে না।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কানে ঝুলছে বাংলাদেশের দুল!
কান উৎসব ২০২৪কানে ঝুলছে বাংলাদেশের দুল!
ধোনি-জাদেজার লড়াই ছাপিয়ে প্লে অফে বেঙ্গালুরু
ধোনি-জাদেজার লড়াই ছাপিয়ে প্লে অফে বেঙ্গালুরু
হীরকজয়ন্তীর পর সংগঠনে মনোযোগ দেবে আ.লীগ
হীরকজয়ন্তীর পর সংগঠনে মনোযোগ দেবে আ.লীগ
নীরবে মামুনুল হক,  শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
নীরবে মামুনুল হক, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে