X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে ঝিনাইগাতীর ২৫ গ্রাম প্লাবিত

শেরপুর প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৩৯আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৫১

ঢলে প্লাবিত হওয়া এলাকা (ছবি- প্রতিনিধি)

১০ ঘণ্টার টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতী সদর উপজেলার মহারশি নদীর বাঁধ ভেঙে গেছে। এতে উপজেলার পাঁচ ইউনিয়নের ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে। পাশাপাশি এ উপজেলার প্রায় ১৫শ’ হেক্টর জমির ধান তলিয়ে গেছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে মহারশি নদীর বাঁধ ভেঙে যায়। স্থানীয় লোকজন ও উপজেলা প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।

স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যা থেকে জেলায় মুষলধারে বৃষ্টি শুরু হয়, যা টানা ১০ ঘণ্টার মতো অব্যাহত থাকে। একইসঙ্গে উজান থেকে পাহাড়ি ঢল নামতে শুরু করে। বৃষ্টি ও ঢলে পানির প্রবল বেগে মহারশি নদীর রামেরকুড়া এলাকার বেড়িবাঁধের পুরোনো অংশ ভেঙে যায়। এতে ঝিনাইগাতী সদর, ধানশাইল, গৌরীপুর, হাতিবান্ধা ও মালিঝিকান্দা ইউনিয়নের ২৫টি গ্রাম প্লাবিত হওয়ার পাশাপাশি সদর বাজারের তিন শতাশিক দোকানে পানি প্রবেশ করে।

স্থানীয়রা জানান, মহারশি নদীর বাঁধ ভেঙে যাওয়ায় সদরের উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন, ডাকঘর, সাব-রেজিস্ট্রার, নলকুড়া ভূমি কার্যালয়, যুব উন্নয়ন, একটি বাড়ি একটি খামার প্রকল্প এবং প্রাণি সম্পদ ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের চারপাশের এলাকা প্লাবিত হয়। পাশপাশি পাঁচ ইউনিয়নের কালিনগর, সারিকালিনগর, দড়িকালিনগর, দীঘিরপাড়, চতল, লঙ্কেশ্বর, পাইকুড়া, জরাকুড়া, কোনাগাঁও, নয়াপাড়া, দাড়িয়ারপাড়, কান্দুলী, জিগাতলা, বনগাঁও, হাঁসলিবাতিয়া, রাঙ্গামাটিয়া, হাতিবান্ধা, বেলতৈল, পুরুষোত্তমখিলাসহ ২৫টি গ্রাম প্লাবিত হয়।

সদর বাজারের বিভিন্ন দোকানে প্রবেশ করেছে ঢলের পানি (ছবি- প্রতিনিধি)

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফয়জুন্নাহার বলেন, ‘চলতি মৌসুমে উপজেলার ১৪ হাজার ৬৭৫ হেক্টর জমিতে আমন ধান আবাদ করা হয়েছে। এর মধ্যে পাহাড়ি ঢলে প্রায় ১৫শ’ হেক্টর জমির ধান তলিয়ে গেছে।’

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশা বলেন, ‘আকস্মিক ঢলে সদর বাজারের অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে। এলাকাবাসী চরম ভোগান্তিতে পড়েছেন।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা করিম বলেন, ‘পাহাড়ি ঢলে তার কার্যালয়সহ সদর বাজার এলাকার দোকানপাট দুই থেকে তিন ফুট পর্যন্ত পানিতে নিমজ্জিত হয়েছে। তবে বিকাল থেকে পাহাড়ি ঢলের পানি নেমতে শুরু করেছে।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
সর্বাধিক পঠিত
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ