X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

২১ সালের মধ্যে দেশের ২০ লাখ তরুণ-তরুণীর চাকরির ব্যবস্থা হবে: তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী

যশোর প্রতিনিধি
০৫ অক্টোবর ২০১৭, ১৪:৪০আপডেট : ০৫ অক্টোবর ২০১৭, ১৫:৩২

  সফটওয়্যার টেকনোলজি পার্কে অনুষ্ঠিত চাকরিমেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথীরা

অনুপ্রেরণা পেলে আমাদের তরুণরা যে কোনও অসাধ্য সাধন করতে পারে  উল্লেখ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘সুযোগ পেলে তারা বিশ্ব জয় করতে পারবে। তাদের কথা চিন্তা করেই বিশাল এই জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে সারাদেশে আইটি পার্ক ও আইটি ভিলেজ তৈরি করা হচ্ছে। আগামী তিন বছরে তিন লাখ তরুণকে আইটিতে প্রশিক্ষণ দেওয়া হবে। ২০২১ সালের মধ্যে দেশের  ২০ লাখ তরুণ-তরুণীর জন্য চাকরির ব্যবস্থা করা হবে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে যশোরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে দিনব্যাপী চাকরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনেআরা বেগম এনডিসির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আনোয়ার হোসেন, যশোর সরকারি এমএম কলেজের অধ্যক্ষ প্রফেসর মিজানুর রহমান, যশোরের জেলা প্রশাসক মো.আশরাফ উদ্দীন, বেসিস সভাপতি মোস্তফা জব্বার প্রমুখ।

ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও এমপি কাজী নাবিল

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘রাষ্ট্রকে এগিয়ে নিতে একজন দূরদর্শী নেতার প্রয়োজন। জননেত্রী শেখ হাসিনা নেতৃত্ব দিয়ে তা প্রমাণ করেছেন।’

বিএনপির অদূরদর্শীতার উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘তথ্য পাচারের তথাকথিত অজুহাতে ১৯৯২ সালে ফ্রি সাবমেরিন কেবল না নিয়ে তৎকালীন সরকার বোকামি করেছে। সেদিন ওই প্রকল্প নেওয়া হলে ভারতের হায়দারাবাদ ও ব্যাঙ্গালোর আইটি খাত যে উন্নতি করেছে, তা আমাদের তরুণরাও করতো। আমাদের এখন শুরু করতে হতো না।’

তিনি তরুণদের উদ্দেশে বলেন, ‘হতাশ হওয়ার কিছু নেই, স্বপ্ন দেখতে হবে। এই সেক্টরে কী ধরনের চাকরির চাহিদা তা জেনে নিন, আগামী জানুয়ারিতে আবারও যশোরে চাকরি মেলা হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেন, ‘মাইক্রোসফট, আইবিএমসহ বিশ্বের নামিদামি সব প্রতিষ্ঠানের শুরুটা হয়েছে গাড়ির গ্যারেজ, বেডরুম আর গিটার বিক্রি করা তরুণদের মাধ্যমে। সেদিন ১৮ থেকে ২০ বছরের তরুণরা যে স্বপ্ন দেখেছিলেন, আজ তার সফল বাস্তবায়ন হয়েছে। তারা এখন বিশ্বের নামিদামি ৫টি আইটি প্রতিষ্ঠানের কর্ণধার।’

তিনি বলেন, ‘বাংলাদেশে স্বপ্নবাজ তরুণদের উদ্দামের অভাব নেই। বর্তমান সরকার তাদের সেই স্বপ্ন পূরণের জন্য ক্ষেত্র তৈরি করছে। এইসব ক্ষেত্রকে কাজে লাগিয়ে আমাদের সফলতা আনতে হবে।’

তিনি আরও বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ এগিয়ে চলছে। ব্যাঙ্গালোরে সিলিকন ভ্যালি যেমন এগিয়ে গেছে, আমরাও তেমনি এগিয়ে যাবো। এইসব কার্যকরী উদ্যোগের ফলে আমাদের অর্থনৈতিক মুক্তি আসবে। এমপি কাজী নাবিল যশোরে সফটওয়ার টেকনোলজি পার্ক তৈরি করায় বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও তারুণ্যের অহংকার সজীব ওয়াজেদ জয়কে অভিনন্দন জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের প্রকল্প পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, ‘আজকের মেলায় ৩১টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলায় ২০ হাজারেরও বেশি তরুণ-তরুণী এসেছে। তারা

চাকরি মেলায় পুলিশের সহযোগিতায় কয়েক হাজার সিভি জমা দিয়েছে। প্রতিষ্ঠানগুলো সেগুলো যাচাই-বাছাই করে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করবেন। আশা করা যায়, এখান থেকে তিন শতাধিক তরুণ-তরুণীর চাকরি হবে।

অনুষ্ঠানের আগে ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও এমপি কাজী নাবিল আহমেদ।

 আরও পড়তে পারেন: রোহিঙ্গাদের গণহত্যা বন্ধে জাতিসংঘ ব্যর্থ: ইসলামী আন্দোলন

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা