X
সোমবার, ২০ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

চট্টগ্রামে রিজভীর সভাস্থল থেকে লেবার পার্টির চেয়ারম্যানসহ আটক ১০

চট্টগ্রাম ব্যুরো
১০ অক্টোবর ২০১৭, ১৫:৪৮আপডেট : ১০ অক্টোবর ২০১৭, ১৬:২১

লেবার পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সভা চট্টগ্রামে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর দুটি অনুষ্ঠান থেকে লেবার পার্টির কেন্দ্রীয় চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব ও নাসিমন ভবন এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, লেবার পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাবে ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে এক সভার আয়োজন করে সংগঠনটি। সভায় বিএনপির  যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রধান অতিথি ছিলেন। ওই অনুষ্ঠানকে ঘিরে বেলা ১১টার দিকে চট্টগ্রাম বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেখানে জড়ো হতে থাকলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় সেখান থেকে তিনজনকে আটক করে পুলিশ। পরে সভা শেষে রিজভীসহ চট্টগ্রাম নগর বিএনপির নেতারা বের হওয়ার সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। এ সময় লেবার পার্টির চেয়ারম্যান ইরানসহ আরও চারজনকে আটক করে পুলিশ।

অন্যদিকে, নাশকতার মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে নগর বিএনপি কার্যালয় নাসিমন ভবনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে যোগ দিতে মিছিল নিয়ে যাচ্ছিলেন যুবদল নেতাকর্মীরা। এ সময় পুলিশ তাদের বাধা দেয়। পুলিশ সেখান থেকে বিএনপির তিন নেতাকর্মীকে আটক  করে।

এদিকে পুলিশ ১০ জনকে আটকের কথা বললেও বিএনপির দাবি, তাদের ও লেবার পার্টির ২৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাৎ হোসেনের বলেন, ‘পুলিশ কোনও কারণ ছাড়াই আমাদের (বিএনপি) ও লেবার পার্টির ২৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে।’ তিনি এ ঘটনার প্রতিবাদ জানিয়ে গ্রেফতার নেতাকর্মীদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন জানান, নাসিমন ভবনে মিছিল সমাবেশ করার জন্য বিএনপি আগে থেকে কোনও অনুমতি নেয়নি। অনুমতি ছাড়া সেখানে জড়ো হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করায় পুলিশ তাদের বাধা দেয়। এ সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশের সঙ্গে বিবাদে জড়ালে পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনজনকে আটক করা হয়।

পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মোহাম্মদ আব্দুর রউফ সাংবাদিকদের বলেন, ‘লেবার পার্টির আলোচনা সভার অনুমতি থাকলেও সেখানে রুহুল কবির রিজভীর যোগ দেওয়ার বিষয়টি জানানো হয়নি। লেবার পার্টির অনুষ্ঠানে বিএনপি নেতাকর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টি করায় তাদেরকে আটক করা হয়েছে।’

আরও পড়ুন:

খালেদার বিরুদ্ধে পরোয়ানা আদালতের, সরকারের ষড়যন্ত্রের কিছু নেই: ওবায়দুল কাদের 

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাপ্তাহিক ডিজিটাল সেভিংস সেবা চালু করলো বিকাশ
সাপ্তাহিক ডিজিটাল সেভিংস সেবা চালু করলো বিকাশ
একান্ত আলাপে অস্কারজয়ীর মুখে লালন ফকির থেকে শেখ হাসিনা...
কান উৎসব ২০২৪সোনার বাংলা, আই ওয়ান্ট টু ভালোবাসি: এ আর রাহমান
প্রবাসীর স্বর্ণ ছিনতাই: পুলিশের এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
প্রবাসীর স্বর্ণ ছিনতাই: পুলিশের এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
এক এজেন্সির ২৬০ হজযাত্রীর কারও ভিসা হয়নি, কারণ দর্শানো নির্দেশ
এক এজেন্সির ২৬০ হজযাত্রীর কারও ভিসা হয়নি, কারণ দর্শানো নির্দেশ
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা