X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বরিশালে বিএনপির বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় পণ্ড

বরিশাল প্রতিনিধি
১১ অক্টোবর ২০১৭, ১৬:৫৭আপডেট : ১১ অক্টোবর ২০১৭, ১৮:১৮

1b বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বুধবার(১১ অক্টোবর) বরিশাল  উত্তর ও দক্ষিণ জেলা এবং মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল পুলিশি বাধায়  পণ্ড হয়ে গেছে। এ সময় পুলিশের সঙ্গে বিএনপি  নেতা-কর্মীদের ধস্তাধস্তি হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার দুপুরে অশ্বিনী কুমার হলের সামনে বরিশাল উত্তর ও দক্ষিণ জেলা   বিএনপি যৌথভাবে এক প্রতিবাদ সমাবেশ করে। অপরদিকে, বিএনপির দলীয় কার্যালয়ের সামনে  মহানগর বিএনপি  একই কর্মসূচি পালন করে।

2b উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির সমাবেশে সভাপতিত্ব করেন উত্তর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ। সমাবেশের পর বিএনপি নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় বের হওয়ার চেষ্টা করলে পুলিশ অশ্বিনী কুমার হলের গেটের সামনে আসার আগেই তাদের বাধা দেয়।

সমাবেশে মেজবাহ উদ্দিন ফরহাদ বলেন, ‘বর্তমান ভোটারবিহীন অবৈধ সরকার দেশের বিচার বিভাগকে কুক্ষিগত করে রেখেছে। তাদের কথামতো চলতে গিয়ে আদালত ন্যায় বিচার করতে পারছেন না।’

3b এসময় আরও বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহিন, কোতয়ালি বিএনপি সভাপতি অ্যাডভোকেট এনায়েত হোসেন বাচ্চু, কোতয়ালি বিএনপি সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন লাবুসহ বিএনপি’র অন্য নেতারা।

অপরদিকে, বরিশাল বিএনপির দলীয় কার্যালয়ের সামনে  মহানগর বিএনপি  এক প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশের পরে বিএনপির নেতা-কর্মীরা এক বিক্ষোভ মিছিল বের করে অশ্বিনী কুমার হলের সামনে এলে পুলিশ মিছিলে বাধা দেয়।

4b মহানগর বিএনপির প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের  সিনিয়র সহ-সভাপতি রফিক আহমেদ রুনু সরদার। সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, কেন্দ্রীয় শ্রমিক দল সহ-সভাপতি এম জি ফারুকসহ দলীয় অন্য নেতারা।

আরও পড়ুন: বরিশালে যুবদলের মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত ৮

 

/এসএসএ/ টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে ভুটানের রাজার সন্তোষ প্রকাশ
অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে ভুটানের রাজার সন্তোষ প্রকাশ
ট্যুর অপারেশনে ব্যাংকে থাকতে হবে ১০ লাখ টাকা
ট্যুর অপারেশনে ব্যাংকে থাকতে হবে ১০ লাখ টাকা
এনভয় টেক্সটাইলসের ২৮তম বার্ষিক সাধারণ সভা
এনভয় টেক্সটাইলসের ২৮তম বার্ষিক সাধারণ সভা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে