X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সৈয়দপুরে বেড়েছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

নীলফামারী প্রতিনিধি
১২ অক্টোবর ২০১৭, ১৫:২২আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ১৫:২৮

 

সৈয়দপুরে  বেওয়ারিশ কুকুর নীলফামারীর সৈয়দপুরে বেওয়ারিশ কুকুরের উপদ্রব অস্বাভাবিকভাবে বেড়েছে বলে অভিযোগ শহরবাসীর। কুকুরের উপদ্রবে আতঙ্কে আছেন শহরের শিশু ও বিভিন্ন বয়সী মানুষ। তবে এ ব্যাপারে  কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করছে।

শহরের বাবুপাড়া, দারুল উলুম মোড়, নয়াটোলা, বাঁশবাড়ি, মিস্ত্রিপাড়া, রসুলপুর, গোলাহাট, নতুন বাবুপাড়া, উপজেলা পরিষদ গেইট, শহীদ ডা. জিকরুল হক রোডে কয়েকটি বেওয়ারিশ কুকুর অস্বাভাবিকভাবে ঘুরতে দেখা গেছে। কুকুরের উগ্রভাব দেখে মনে হয়, যে কোনও মুহূর্তে  যে কাউকে কামড় দিতে পারে।

শহরের ৮ নং ওয়ার্ডের (পৌরসভা) বিভিন্ন স্থানে ডাস্টবিন না থাকায় রাস্তার ওপরে ময়লা আবর্জনা জমে থাকে। সেখানে দল বেঁধে আসছে বেওয়ারিশ কুকুর।

নয়াটোলা এলাকার তৃতীয় শ্রেণির ছাত্রী কবিতা রানী বলেন, ‘স্কুল থেকে ফেরার সময় গিয়াসের মোড়ে কয়েকটি বেওয়ারিশ কুকুর আমাকে ধাওয়া করে। অল্পের জন্য সেদিন কুকুরের কামড় থেকে বেঁচে যাই। সেখানে একজন আমাকে কুকুরের কামড় থেকে বাঁচায়।’

সৈয়দপুরে  বেওয়ারিশ কুকুর একই এলাকার (গিয়াসের মোড়ের) বাসিন্দা জিন্না আলী, আব্দুল খালেক, ওমর ফারুকসহ অনেকে জানান, ছেলেমেয়েদের স্কুলে পাঠিয়ে তারা দুশ্চিন্তায় থাকেন। বেওয়ারিশ ও পাগলা কুকুরের কামড়ে মানুষজন জলাতঙ্ক রোগে আক্রান্ত হতে পারে।

শহরের গোলাহাট এলাকার নাসিমা জানান, বেওয়ারিশ কুকুরের অত্যাচারে ছেলেমেয়েরা নিরাপদে বাড়ি থেকে বের হতে পারছে না। ঘর থেকে বের হলেই কুকুরের উপদ্রব ও মানুষকে এলোপাতারি ছুটাছুটি করতে দেখা যাচ্ছে।

তিনি আরও জানান, পৌর কর্তৃপক্ষ সবকিছুর ট্যাক্স বাড়িয়েছে কিন্তু সেবার মান বাড়ায়নি। রাস্তা দিয়ে হাঁটলেই ড্রেনে জমে থাকা ময়লার দুর্গন্ধ পাওয়া যায়। অনেক অভিযোগ থাকলেও পৌর কর্তৃপক্ষ কিছুই করছে না। অভিযোগ করেও সমস্যার সমাধান পাওয়া যাচ্ছে না।

এ ব্যাপারে সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকার বলেন, ‘কুকুর নিধনের বিষয়ে হাইকোর্টের নিষেধাজ্ঞা আছে। তাই কুকুর নিধনে অভিযান বন্ধ আছে।’

আরও পড়ুন: শাহজালালে ১৭ লাখ টাকার স্বর্ণ উদ্ধার

 

/এসএসএ/ এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৫ বিজিপি সদস্যকে
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৫ বিজিপি সদস্যকে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা