X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

পটুয়াখালীতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাইসহ ১৪ জনকে দণ্ড

পটুয়াখালী প্রতিনিধি
১২ অক্টোবর ২০১৭, ২০:১৬আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ২৩:৩৪

আদালত

নির্বাচন পরবর্তী সহিংসতার মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর ভাইসহ পটুয়াখালী জেলা বিএনপির ১৪ জন নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে দণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে পটুয়াখালীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আল আমীন এ দণ্ড দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) সৈয়দ মোহসিন ও বিবাদী পক্ষের আইনজীবী মজিবুর রহমান টোটন এ তথ্য নিশ্চিত করেন।

আদালত সূত্র জানায়, ২০০২ সালের ২৮ ফেব্রুয়ারি মির্জাগঞ্জ উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোকলেছুর রহমান কাজীর ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও জেলা বিএনপির সভাপতি এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর ভাই ও জেলা বিএনপির সদস্য বাবুল চৌধুরী এবং তার সহযোগীরা। এ ঘটনায় ২০০৭ সালের ১ ফেব্রুয়ারি বাবুল চৌধুরী এবং আলতাফ হোসেন চৌধুরীর এপিএস মনির খন্দকারসহ ১৭ বিএনপি নেতাকর্মীকে আসামি করে মামলা করা হয়। মির্জাগঞ্জ থানায় মোকলেছুর রহমান কাজীর ছেলে লাভলু কাজী এ মামলা দায়ের করেন।

সূত্র আরও জানায়, ২০০৭ সালের ৭ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মাহাবুবুল আলম ঘটনার তদন্ত শেষে ১৪ জন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এপিপি সৈয়দ মোহসিন জানান, দীর্ঘ শুনানি শেষে আজ (বৃহস্পতিবার) দুপুরে বিচারক ১৭ আসামির মধ্যে সেলিম খান, শাহ নেওয়াজ ও রাসেল খানকে সাত বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। বাকি আসামিদের মধ্যে বিচারক পলাশ হাওলাদার ও লাভলু জোমাদ্দারকে দুই বছরের কারাদণ্ড দেন। এছাড়া মনির খন্দকার, বাবুল চৌধুরী, জুয়েল খান, দেলোয়ার খান, হাবিব হাওলাদার, জব্বার হাওলাদার, লিটন ওরফে লিটু, মিজানুর রহমান ব্যাপারী ও মিলন ব্যাপারীকে ৯ মাস করে কারাদণ্ড দেওয়া হয়। এসময় আদালতে বাবুল চৌধুরী, মনির খন্দকারসহ ছয় আসামি উপস্থিত ছিলেন।

আসামিপক্ষের আইনজীবী মজিবুর রহমান টোটন বলেন, ‘রাজনৈতিক বিবেচনায় আমার মক্কেলদের সাজা দেওয়া হয়েছে। উচ্চ আদালতে আপিল করা হবে।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা