X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

হিলি বন্দরে কাঁচা মরিচের দাম কমেছে

হিলি প্রতিনিধি
১৩ অক্টোবর ২০১৭, ১৭:২৭আপডেট : ১৩ অক্টোবর ২০১৭, ১৭:৩৫

ট্রাক থেকে নামানো হচ্ছে মরিচ (ছবি-প্রতিনিধি)

দুই দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে ভারতীয় কাঁচা মরিচের দাম কেজিতে ২৫ থেকে ৩৫ টাকা কমেছে। দুই দিন আগে যে কাঁচা মরিচের দাম কেজিতে ছিল ৯৫ থেকে ১শ’ ১০ টাকা তা এখন বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকায়।

দাম কমার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, গত কয়েক দিনে ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি বেড়েছে। এতে বাজারে পণ্যটির সরবরাহও বেড়েছে। তাই কাঁচা মরিচের ঝাল কমতে শুরু করেছে।

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, গত মাস থেকে বন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়। প্রথম দিকে প্রতিদিন গড়ে দুই থেকে তিন ট্রাক কাঁচা মরিচ আমদানি হলেও বর্তমানে প্রতিদিন পাঁচ থেকে সাত ট্রাক কাঁচা মরিচ আমদানি হচ্ছে।

সূত্র আরও জানায়, ৩ অক্টোবর পূজার ছুটি শেষে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম শুরুর দিনে দু’টি ট্রাকে ১৭ টন কাঁচা মরিচ আমদানি হয়। ৪ অক্টোবর চারটি ট্রাকে ৩১ টন কাঁচামরিচ আমদানি হয়। ৫ অক্টোবর সাতটি ট্রাকে ৬৮ টন কাঁচা মরিচ আমদানি হয়। ৭ অক্টোবর পাঁচটি ট্রাকে ৪০ টন কাঁচা মরিচ আমদানি হয়। ৮ অক্টোবর আটটি ট্রাকে ৭৮ টন কাঁচা মরিচ আমদানি হয়। ৯ অক্টোবর পাঁচটি ট্রাকে ৪৭ টন কাঁচা মরিচ আমদানি হয়। ১০ অক্টোবর পাঁচটি ট্রাকে ৩৯ টন কাঁচা মরিচ আমদানি হয়। ১১ অক্টোবর সাতটি ট্রাকে ৫৪ টন কাঁচা মরিচ আমদানি হয়। এভাবে গত আট দিনে বন্দর দিয়ে ৪৩টি ট্রাকে ৩৭৪ টন কাঁচা মরিচ আমদানি হয়। আর গত সেপ্টেম্বর মাসে ভারত থেকে ৩২টি ট্রাকে ৩০৮ টন কাঁচা মরিচ আমদানি হয়েছিল।

হিলি বন্দরে ভারত থেকে আসা কাঁচা মরিচবোঝাই ট্রাক (ছবি-প্রতিনিধি)

হিলি স্থলবন্দর ঘুরে দেখা গেছে, ভারত থেকে আমদানি করা কাঁচা মরিচ প্রকারভেদে (ট্রাক-সেল) প্রতি কেজি ৭০ থেকে ৭৫ টাকা দরে বিক্রি হচ্ছে। দুই দিন আগেও এসব জাতের কাঁচা মরিচ ৯৫ টাকা থেকে ১শ’ ১০ টাকা দরে বিক্রি হয়েছিল। অন্যদিকে, বাংলাহিলি বাজার ঘুরে দেখা গেছে, ভারত থেকে আমদানি করা কাঁচা মরিচ খুচরা পর্যায়ে ৮০ থেকে ৮৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দুই দিন আগেও এই কাঁচা মরিচ ১শ’ টাকা থেকে ১শ’ ১০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। আর বাজারে দেশি জাতের কাঁচা মরিচ ১শ’ ১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দুই দিন আগেও এই কাঁচা মরিচ ১শ’ ২০ টাকা থেকে ১শ’ ৩০ টাকা দরে বিক্রি হয়েছিল।

হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ আমদানিকারক মো. বাবলু রহমান ও আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, দেশের বিভিন্ন অঞ্চলে অতিবৃষ্টি ও বন্যার কারণে কাঁচা মরিচের ক্ষেত নষ্ট হয়ে যায়। এর প্রভাবে বাজারে কাঁচা মরিচের সরবরাহ কমে যায়। ফলে দামও বাড়তে শুরু করে। তাই ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়, যার পরিমাণ গত কয়েক দিনে বেড়েছে। এর প্রভাব পড়েছে বাজারে। তাই দাম কমছে।

একই কথা জানান হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা মো.সোহরাব হোসেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখন প্রতিদিন গড়ে ৫ থেকে ৭ ট্রাক করে কাঁচা মরিচ আমদানি হচ্ছে। এটা অব্যাহত থাকলে বাজারে কাঁচা মরিচের দাম আরও কমবে।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খারকিভে আবাসিক ভবনে রুশ হামলায় আহত ৬
খারকিভে আবাসিক ভবনে রুশ হামলায় আহত ৬
গরমে সুস্থ থাকতে চাইলে মানতে হবে এই ৮ টিপস
গরমে সুস্থ থাকতে চাইলে মানতে হবে এই ৮ টিপস
দুর্নীতি মামলায় এসকে সিনহার বিরুদ্ধে প্রতিবেদন ২৬ জুন
দুর্নীতি মামলায় এসকে সিনহার বিরুদ্ধে প্রতিবেদন ২৬ জুন
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ২ জনের
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ২ জনের
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা